বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:২৬:৪৭

জ্বি, আমি প্রেম করছি : নুসরাত ফারিয়া

জ্বি, আমি প্রেম করছি : নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : সরাসরি, অকপট; নুসরাত ফারিয়া। যে প্রসঙ্গে আগে কখনও কোথাও এভাবে বলেননি তিনি- ‘জ্বি, আমি প্রেম করছি’। প্রেমের বয়সটা মাত্র ১ বছর। ঢাকা টু কলকাতাতে দৌড়ঝাঁপের মধ্যেই ঘটে গেছে অন্যরকম সম্পর্ক। চুটিয়ে চলছে প্রেম।

নায়িকা বলেন, ‘সত্যিই আমি প্রেম করছি। আই অ্যাম ইন লাভ। মিডিয়ায় এ কথা বলতে মায়ের বারণ আছে। তবুও মনে হলো, বলি না। মায়ের একটু বকুনি না হয় শুনলামই।’

পত্রিকায় প্রেমিকের নাম জানাতে চাননি। ব্যবসায়ী না সেনা অফিসার- এমন প্রশ্নেও মাথা ঝাঁকুনি দিয়েছেন, ‘বলা যাবে না’। জানা যায়, এক বছর আগে প্রেমিকের সঙ্গে পরিচয় হয় নুসরাত ফারিয়ার। ফেসবুকের চ্যাট বক্স, ফোনে সে সময় অল্প অল্প করে সময় দিতে থাকেন।

একটা সময় বুঝতে পারেন, তিনি আসলে প্রেমে পড়েছেন। প্রেম করছেন। মায়ের বিধিনিষেধ আছে, তাই এই মুহূর্তে প্রেমিকের নাম বলতে চাননি। তবে সামনের কোনও দিবসে সেটাও বলে দেবেন বলে জানালেন, দুই বাংলায় জনপ্রিয় এই সিনে নায়িকা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে