ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত জুহি চাওলা
বিনোদন ডেস্ক : ইন্দিরা গান্ধী স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন বলিউডের নন্দিত অভিনেত্রী জুহি চাওলা। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ওয়াই বি চাবান মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয় জুহি চাওলাকে।
আইএএনএসের খবরে জানা গেছে, প্রতিবছর ইন্দিরা গান্ধীর জন্মদিনে বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের সম্মানিত করা হয়। এ বছরও সাতজন ব্যক্তিকে সম্মানজনক ইন্দিরা গান্ধী স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী জুহি চাওলা।
এ প্রসঙ্গে মুম্বাই কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম জানান, 'জুহি চাওলা দুর্দান্ত সব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। তাই ইন্দিরা গান্ধী স্মৃতি পুরস্কার বোর্ডের বিচারকদের সর্ব সম্মতিক্রমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।'
সূত্রটি আরো জানিয়েছে, ইন্দিরা গান্ধী স্মৃতি পুরস্কার তালিকায় এবার জুহি চাওলা ছাড়াও বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী রয়েছেন। মনোনীতদের মধ্যে একমাত্র পুরুষ তিনি।
এছাড়া আরো ছয় নারীকে পুরস্কার তুলে দেন প্রাক্তন লোকসভা স্পিকার মিরা কুমার ও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জনার্ধন দ্বিবেদি।
এ তালিকায় রয়েছেন- আন্তর্জাতিক অ্যাথলেট কবিতা রাউত, মারাঠি সম্পাদক রাহি ভিড়ে, লেখিকা কবিতা মহাজন, শিক্ষাবিদ ফরিদা লাম্বে ও শিল্পপতি মেঘা ফানসালকার।
২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�