বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৪৯:২১

‘তখন কী বলবে শাকিব?’

‘তখন কী বলবে শাকিব?’

বিনোদন ডেস্ক :  ঢালিউড তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কটা শেষ হতে এখন কেবল বাকি আনুষ্ঠানিকতা। আগামী ২২ ফেব্রুয়ারি শাকিবের ডিভোর্স আবেদনের তিন মাস পূর্ণ হবে।একই সঙ্গে কার্যকর হবে ডিভোর্স।

সেই বিচ্ছেদের আগেই গতকাল বুধবার এফএম রেডিও চ্যানেল ‘রেডিও আমার’-এ ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর সেখানেই শাকিবের বিষয়ে ক্ষোভ উগরে দেন এই তারকা।

শাকিবকে ‘চরিত্রহীন’ উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘সে তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথেও নাটক করছে। আপনারা প্লিজ, তার ক্যারিয়ার দেখে রাখুন। বাচ্চাকে আমি দেখে রাখবো।’

শাকিবের বয়স এখন চল্লিশ। আমার ছেলের বয়স ১৫ মাস। জয় (ছেলে) বড় হয়ে যখন জানতে পারবে তার জন্মাবার কারণে তার মাকে সংসার ছাড়তে হয়েছে। তখন সে তার বাবাকে কতটুকু সম্মান দিবে, প্রশ্ন রাখেন অপু।

ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, “একদিন যদি বাবা হিসেবে ছেলেকে গিয়ে শাকিব বলেন, ‘বাবু ওই মেয়েদের সাথে ওঠাবসা করো না।’ তখন ছেলে যদি পাল্টা বলে, ‘তুমি তো আমার মাকে ডিভোর্স দিয়েছ। তুমি অনেক মেয়ের সাথে ঘুরাফেরা করেছো! তখন কী বলবে শাকিব?’

এ সময় সমাজের উদাহরণ টেনে অপু বিশ্বাস বলেন, ‘আমাদের সমাজে সাধারণত বাচ্চা হবার পর অনেক ভাঙা সংসার জোড়া লাগে। কিন্তু আমার আর শাকিবের ক্ষেত্রে উল্টোটা হল। বাচ্চা হবার পর আমাদের ডিভোর্স হতে যাচ্ছে। শাকিব ক্যারিয়ারের জন্য বাচ্চার জন্ম চাননি।’

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে