বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:০০:৩২

বাবা আমার সাকসেসটা দেখে যেতে পারেননি: জেমস

 বাবা আমার সাকসেসটা দেখে যেতে পারেননি: জেমস

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় গেছেন জেমস। সেখানকার শীর্ষ সংবাদমাধ্যম আনন্দবাজার মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন, নিজের ব্যক্তিগত জীবনসহ সংগীতের নানা বিষয় নিয়ে।

২০১৮ পরিকল্পনা নিয়ে জেমস জানিয়েছেন, নতুন গান তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে এখন শো এর চাপে নতুন গান তৈরির কাজে তেমন একটা সময় দিতে পারছেন না।

তিনি বলেছেন, এই বছর বেশ কয়েকটি গান মুক্তি পাবে, অ্যালবাম নয়। এখন আর অ্যালবামের যুগ নেই। মাধ্যমটাই পাল্টে গেছে।

বলিউডে নিজের অনুপস্থিতির কারণ হিসেবে জানিয়েছেন, পেশাদার ভাবে কাজটা করতে হলে আমাকে মুম্বাইয়ে থাকতে হত। আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। তবে মাঝখানে ভেবেছিলাম, আমার জনপ্রিয় বাংলা গানগুলো হিন্দিতে রিক্রিয়েট করব। সময়ের অভাবে সেটা হচ্ছে না।

গণমাধ্যমটিকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে ব্যান্ডদল নগরবাউলের এই কর্ণধার আক্ষেপ করে জানিয়েছেন, বাবা আমার সাকসেসটা দেখে যেতে পারেননি।

নিজের প্রথম বিয়ে ভেঙ্গে যাওয়ার ব্যাপারে কথা বলতে আগ্রহ না দেখালেও দুই বাংলার তুমুল জনপ্রিয় এ গায়ক নিউজের প্রেমের ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন, প্রেমের কি কোনও শেষ আছে? এখনও অনেক প্রস্তাব পাই।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে