বিনোদন ডেস্ক : বদিউল আলম খোকন পরিচালিত ও ঢাকাই কিং শাকিব খান অভিনীত ‘রাজাবাবু’ ছবির পোষ্টার নিয়ে ক্ষোভে ঝেড়েছেন জতিন সিং নামের শাকিব খানের একজন ভক্ত।
এবারের ঈদে মুক্তি পাচ্ছে এ চলচ্চিত্রটি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যে ১৫০ হলে সিনেমাটি প্রদর্শনের ঘোষণা দিয়েছেন। এছাড়া প্রকাশ করা হয়েছে ছবিটির পোষ্টারও। আর ওই পোষ্টার নিয়েই শাকিব ভক্তের এমন ক্ষোভ।
জতিন সিং ছবিটির একটি পোষ্টার প্রকাশ করে তার ফেসবুকে লেখেন, ‘আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সত্যটা বলার জন্য। আমি জানি ‘রাজাবাবু’ মুভিটা ঐতিহাসিক না হলেও মুভিটা ভালো হবে। ঈদ এর আনন্দের সাথে দর্শকরা বাড়তি বিনোদন পাবে, এটা সিউর।
মানে হলো পুরো মাত্রায় বিনোদিত হওয়ার মত মুভি হবে। কিন্তু বদি (পরিচালক বদিলউল আলম খোকন) কাকা এটা কি পোস্টার বানালেন? অন্য কারো মুভি হলে এতটা কষ্ট পেতাম না। কিন্তু আমার সবচেয়ে প্রিয় হিরো শাকিব খান এর মুভির পোস্টার এটা কিছুতেই মেনে নিতে পারছিনা।
সত্যিই খুব কষ্ট পেলাম। আসলে বদিউল আলম খোকন এর প্রতি সম্মানটা আর নাই। উনার নামের আগে ও পরে বলদ যোগ করা যথাযথ মনে করি। আবার অনেকে বলবেন ভাই এটা হল পোস্টার তাই এমন। আমার প্রশ্ন হলো অনলাইন পোস্টার আর হল পোস্টার কি? হল পোস্টার কি রুচিশীল মানসম্মত করা যায় না??
যাই হোক এই মুভিটা আমি দেখবো শুধু শাকিবের জন্য। তবে শাকিব এর কাছে অনুরোধ এই বদি বলদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে। যত আগে বেরিয়ে আসতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল।’
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন