বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:৩৯:০২

নায়িকা ববির জন্য মন উড়ছে রণবীরের

নায়িকা ববির জন্য মন উড়ছে রণবীরের

বিনোদন ডেস্ক: 'বিজলী' দিয়ে বড় পর্দায় ফিরছেন ববি। গত বছরের শেষ দিকে ছবিটির 'পার্টি পার্টি পার্টি' গানটি বেশ আলোচিত ও দর্শকপ্রিয় হয়। এবার ভালোবাসা দিবস উপলক্ষে ছবির নতুন গানের ভিডিও ছাড়া হয়েছে ইউটিউবে।'উড়ে উড়ে মন' শিরোনামের গানটি এরইমধ্যে দেড় লাখের বেশি বার দেখা হয়েছে। গানের কথাগুলো খুবই মিস্টি, 'কী আদরে তুই আমারে বাঁধলি যত্ন করে, এ মন উড়ে উড়ে, উড়ে উড়ে, গেল উড়ে'।

গানে নায়ক রণবীরের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে ববিকে। এতে বেশ আবেদনময়ীরূপে হাজির হয়েছেন ঢালিউডের এ লাস্যময়ী। 'বিজলী' ছবিতে সুপার ম্যান চরিত্রে অভিনয় করেছেন ববি। নায়িকার হোম প্রোডাকশন ববস্টার ফিল্মসের ব্যানার থেকে ছবিটি নির্মিত হচ্ছে।

ইফতেখার চৌধুরী নির্মিত 'বিজলী'তে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত এবং কলকাতার শতাব্দী রায়, রাজা প্রমুখকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন। বাংলাদেশসহ মোট চারটি দেশে ক্যামেরাবন্দী হয়েছে ছবিটি। এর ভিএফএক্স হয়েছে হলিউডে। ছবিটির পরিবেশক হিসেবে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে