বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:১১:৪২

শাকিব খানের সঙ্গে মুখ ঢাকা মেয়েটা কে!

শাকিব খানের সঙ্গে মুখ ঢাকা মেয়েটা কে!

বিনোদন ডেস্ক : নতুন একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। যেখানে শাকিব খান আছেন, সেটা নিশ্চিত। কিন্তু তার বাহুডোরে কে আছেন, তা বুঝতে একটু কষ্টই হবে!

তবে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানাচ্ছে, এতে শাকিব খানের সঙ্গে আছেন শবনম বুবলী। আর এটি ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’ চলচ্চিত্রের পোস্টার।

ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। তিনি জানালেন, বেশ কয়েকটি পোস্টার ডিজাইন করার পর এটি চূড়ান্ত করা হয়েছে। ডিজাইন করেছেন কলকাতার ছেলে অভি মিত্র।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’ চলচ্চিত্রের কাজ একেবারে শেষ। আগামী ২৩ মার্চ এটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে তাদের।

দেশের দুই জেলা অর্থাৎ চট্টগ্রাম ও নোয়াখালীর রসায়ন নিয়ে ছবিটির গল্প। দেশে এর দৃশ্যধারণ হলেও কয়েকটি গানের কাজ হয়েছে থাইল্যান্ডে।

এদিকে, এ ছবির কাজ শেষ করে শাকিব ও বুবলী এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানে আশিকুর রহমান পরিচালিত ‘সুপারহিরো’ ছবির কাজ করছেন তারা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে