বিনোদন ডেস্ক: ‘ইন্সপেক্টর নটি কে’ দুই বাংলাতেই ভরাডুবি। বাংলাদেশ কিংবা কলকাতার গণমাধ্যমের মারফত বক্স অফিসের ভালো খবর মেলেনি। এ সিনেমা শেষে কয়েক দিনের বিরতি নিয়েছিলেন জিত। তবে সেই বিরতি লম্বা করেননি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমার শুটিং। এসব খবর জানা গেছে ভারতীয় গণমাধ্যম মারফত।
জানা গেছে, রাজা চন্দের পরিচালনায় এই ছবিতে জিতকে দেখা যাবে অ্যাকশন হিরোর চরিত্রে। ‘ইনস্পেক্টর নটি কে’ ছবিতেও অ্যাকশন হিরো ছিলেন জিত, তবে ছবিটি ছিলো কমেডি ঘরানার। নতুন ছবিটি হবে সিরিয়াস গল্পের। সিনেমাটি প্রযোজনা করবে ‘জিতস ফিল্মওয়র্কস’, ‘সুরিন্দর ফিল্মস’ এবং বাংলাদেশের ‘ওয়ালজেন মিডিয়াওয়র্কস’।
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে বাংলাদেশে পদার্পণ জিতের। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমাও করেছেন। হঠাৎ এ ছন্দপতন কেন! হঠাৎ কেন অন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রযোজনা! এ নিয়ে জাজের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, ‘আমি বিষয়টি জানি না। আর ওয়ালজেন মিডিয়াওয়ার্কস কারা সেটাও জানি না। আমাদের সঙ্গে জিতের আরও দুটি সিনেমার অনুমোদন আছে। কিন্তু সেগুলো করব কিনা ভাবছি। এখনো চুরান্ত না’।
চমক আরো আছে। নাম ঠিক না হওয়া এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের একজন নায়িকা। কিন্তু কে তিনি? এখনো জানা যায়নি। তবে অনেকেই বলছেন জিতের প্রথম পছন্দের তালিকায় বিদ্যা সিনহা মিম! এ ছাড়াও প্রিয়াঙ্কা সরকারকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
প্রযোজনা সূত্রে জানা গেছে দিন দুয়েকের মধ্যেই ছবির টাইটেল এবং নায়িকা চূড়ান্ত করা হবে। ছবির প্রথম অর্ধের শুটিং হবে কলকাতাতে। পরের অর্ধের শুটিং হবে বাংলাদেশে।
এমটি নিউজ/আ শি/এএস