বিনোদন ডেস্ক: সোশাল মাধ্যমের এই যুগে খুব পরিচিত একটি নাম ‘ভাইরাল’! ইদানিং প্রায়শই সোশাল মাধ্যমের বদৌলতে নিউজ, যেকোনো ঘটনা। তা অতি সাধারণ মানুষের সাথেই ঘটুক, বা এর পাত্র পাত্রি যতো সাধারণই হোক। কীভাবে কীভাবে যেন ভাইরাল হয়ে যায়! সম্প্রতি এমন একটি ঘটনায় ঘটে গেল সোশাল মাধ্যমে। তবে অতি সাম্প্রতিককালে যেকোনো ভাইরাল হওয়া ঘটনার চেয়ে এটাকেই সবচেয়ে বেশি চর্চিত বলেই মনে করছেন অনেকে!
বলছিলাম অতি সম্প্রতি একটি ভিডিও ক্লিপের কথা। কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে একজন স্কুল পড়ুয়া মেয়ে। যে কিনা তারই স্কুলের সহপাঠি ছেলে বন্ধুটির সঙ্গে চোখের ইশারায় কথা বলে। পরস্পর ছোক টিপ্পনী দেয়! তাও এটা রিয়েল লাইফে নয়। একটি সিনেমায়। গানের দৃশ্যে! কিন্তু সিনেমায় এই চোখের ইশারায় পাল্টে দিল তার ক্যারিয়ার। অতি সাধারণ একজন অভিনেত্রী থেকে তিনি রাতারাতি হয়ে উঠলেন ভারতীয় অঞ্চলের অতি পরিচিত মুখ!
১৯ বছর বয়সি এই মালায়লাম অভিনেত্রীর নাম প্রিয়া প্রকাশ ভারিয়া।‘ওরু আদার লাভ’ নামে মালায়লাম একটি ছবি আছে মুক্তির প্রতীক্ষায়। স্কুল জীবনের প্রেমই এই ছবির উপজীব্য। আর এই ছবিতে অভিনয় করেছেন প্রিয়া। তাও মূল চরিত্রে নয়। সম্প্রতি ছবির গানটি রিলিজ হয় অনলাইনে। আর সেই মাত্র দুইবার ফোকাস হয় প্রিয়া। আর তাতেই মাতিয়ে দেন তিনি। রাতারাতি হয়ে উঠেন জনপ্রিয়।
গানটিতে প্রিয়ার অংশটুকু ছড়িয়ে পড়ার পর সোশাল মিডিয়া জুড়ে শুধু প্রিয়ার ছবি। কেউ প্রিয়ার অঙ্গ ভঙ্গিতে কপোকাত। আবার কেউ প্রিয়াকে নিয়ে করছেন নানা ধরনের ট্রল। তবে সব মিলিয়ে গত কয়েকদিন ধরেই ভারত বাংলাদেশে তার পরিচিতি ছড়িয়ে গেছে। মিডিয়া রীতিমত তাকে নিয়ে টানাটানি। সংবাদের পর সংবাদ তাকে নিয়ে। বুধবার দুপুরে তাকে নিয়ে আসা হয় ইন্ডিয়া টিভির ফেসবুক পেইজেও। সেখানে প্রায় সাড়ে তিন ঘন্টা লাইভে কথা বলেন প্রিয়া। উপস্থাপক সহ সাধারাণ ফেসবুক ব্যবহারকারীদের করা নানা ধরনের প্রশ্নেরও উত্তর দেন তিনি।
লাইভে এসে জানালেন, হঠাৎ তার ক্যারিয়ারে এমন মিরাকল ঘটে যাবে এটা তিনি স্বপ্নেও কখনো চিন্তা করেননি। এরজন্য সোশাল মাধ্যমে তার ভিডিও ক্লিপটি এভাবে ছড়িয়ে দেয়াকেই আশির্বাদ মনে করেন। এমনকি এরজন্য ‘ওরু আদার লাভ’-এর নির্মাতার প্রতিও অকৃত্রিম শ্রদ্ধা জানান তিনি।
তবে সবচেয়ে যে বিষয়টি অবাক করে দেয়ার মতো তা হলো, ২০ ঘন্টায় ইনস্টাগ্রামে ২০ লাখ ফলোয়ার্স হওয়া! যা এরআগে কারো ক্ষেত্রে ঘটেনি। শুধু তাই নয়, গুগল সার্চে এক দিনে সর্বোচ্চ সার্চ হওয়ার দিক থেকেও বলিউডের বাঘা বাঘা নায়ক-নায়িকাদের পেছনে ফেলেছেন অখ্যাত প্রিয়া।
এখানেই থেমে নেই প্রিয়া। তার চোখের ইশারা প্রভাব ফেলছে তার ক্যারিয়ারেও। লাইভেই জানালেন, তার ক্লিপ নিয়ে চারদিকে শোরগোল শুরু হওয়ার পর থেকে চারদিক থেকে প্রস্তাব আসছে সিনেমায় অভিনয় করারও। এমনকি বলিউড থেকেও এরইমধ্যে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। বিশেষ করে বলিউডের আলোচিত সিনেমা ‘পিংক’-এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীও নাকি তাকে নিয়ে সিনেমা করতে ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দেখা যাক, চোখের ইশারায় প্রিয়ার প্রাপ্তি কোথায় গিয়ে ঠেকে!
এমটি নিউজ/এপি/ডিসি