শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:৩৩:৪৫

পৃথিবীর শেষদিন পর্যন্ত ভালোবাসা থাকবে : রোজিনা

পৃথিবীর শেষদিন পর্যন্ত ভালোবাসা থাকবে : রোজিনা

রোজিনা : পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান কী? এমন প্রশ্ন এলে আমি চোখ বন্ধ করেই ভালোবাসার নাম বলে দেব। ভালোবাসা এমন একটি ক্ষমতা বা মোহের নাম, যে পায় তার কাছে পৃথিবীর সবকিছুই নিজের অধীন মনে হয়।

এছাড়া ভালোবাসা একটি অনুভূতিও বলতে পারেন কেউ কেউ। তাদের কথাতেও আমি সায় দেব। অনুভূতির তীব্রতার শক্তিও কিন্তু কম নয়। যে ভালোবাসার এত শক্তি আসলে ভালোবাসার মানুষগুলো কারা?

এমন প্রশ্ন যদি আসে, আমি বলব যাদের মন থেকে ভালো লাগে তারাই ভালোবাসার মানুষ। নির্দিষ্ট দিনের হিসাব করে ভালোবাসা প্রকাশ করার নয়। তবে বছরে একটি দিন বিশেষভাবে স্মরণ করাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। বছরের এ একটি দিন পুরো বছরের ভালোবাসার মানুষগুলোকে স্মরণ করিয়ে দেবে।

তবে একটা বিষয় এখন প্রায়ই শুনি, পৃথিবীতে ভালোবাসা নেই। কথাটি তারাই বলেন, যারা অন্যকে মন থেকে বা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন না। আমি মনে করি, পৃথিবীর শেষদিন পর্যন্ত ভালোবাসা বিদ্যমান থাকবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে