শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৪৮:০৫

সানি লিওনকে হারিয়ে রেকর্ড করলেন কে এই প্রিয়া?

সানি লিওনকে হারিয়ে রেকর্ড করলেন কে এই প্রিয়া?

বিনোদন ডেস্ক: অনলাইনে সর্বক্ষণই কোনও না কোনও কারণে ট্রেন্ডিং থাকেন সানি। সেই রেকর্ড এতদিন অক্ষুণ্ণ ছিল। কিন্তু প্রিয়া সব রেকর্ড ভেঙে দিলেন। সানি লিওনকে হারিয়ে রেকর্ড করলেন কে এই প্রিয়া?  
 
সানি লিওনিকে পিছনে ফেলে দিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। গুগল সার্চে সবচেয়ে বেশি প্রিয়াকেই খুঁজেছে নেটিজেনরা। চোখের চাউনিতেই কুপোকাত করেছিলেন প্রিয়া। এবার এগিয়ে গেলেন সানি লিওনির চেয়েও। তা-ও মাত্র কয়েকদিনের মধ্যে।

অনলাইনে সর্বক্ষণই কোনও না কোনও কারণে ট্রেন্ডিং থাকেন সানি। সেই রেকর্ড এতদিন অক্ষুণ্ণ ছিল। কিন্তু প্রিয়া সব রেকর্ড ভেঙে দিলেন। প্রিয়া জানিয়েছিলেন, তিনি এত খ্যাতি সামলাবেন কী করে বুঝতে পারছেন না। তার মধ্যেই আবার এই রেকর্ড!

ইতিমধ্যেই তামিল, তেলুগু এবং মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অফারের বন্যা বয়ে যাচ্ছে প্রিয়ার কাছে। গুগল সার্চে ট্রেন্ডিং হওয়ার পর আরও বড় কিছু কি তবে অপেক্ষা করছে তাঁর জন্য? দেখা যাক!

ওদিকে সানি লিওনিকে আবার ‘কাকতাড়ুয়া’ বানিয়ে ফেলেছেন নেল্লোরের এক কৃষক, চেনচু রেড্ডি। তিনি নাকি সানির বিকিনি পরা ছবি তাঁর জমিতে লাগিয়ে ভাল ফলও পাচ্ছেন! অশুভ শক্তি কিংবা কুনজর থেকে তাঁর জমি নাকি রক্ষা পাচ্ছে!
১৬ ফেব্রুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে