শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:১১:২০

একের পর এক চমক দিলেন বুবলী

একের পর এক চমক দিলেন বুবলী

কামরুজ্জামান মিলু : ঢালিউডে লম্বা সময় শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হয়ে অনেক ছবি দর্শককে উপহার দিয়েছেন। তবে এখন পরিবর্তন এসেছে জুটিতে। শাকিব খানের সঙ্গে শবনম বুবলী ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি উপহার দেয়ার পর দর্শক তাকে সাদরে গ্রহণ করে। ছবি দু’টির মুক্তির পর বেশ সাড়া পান বুবলী।

এরপর শাকিব খান বুবলীকে নিয়ে একের পর এক ছবি করছেন, দর্শকও তা গ্রহণ করছে। শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’ ছবি দুটির পর নতুন দুই ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন বুবলী। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় শাকিব খানের বিপরীতে ‘সুপার হিরো’ ছবির কাজ করছেন।

এদিকে উত্তম আকাশের ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির পোস্টারও প্রকাশ হয়েছে। পোস্টারে যেমন চমক দিয়েছেন ঠিক তেমনই ভারতের মুর্শিদাবাদে একটা অনুষ্ঠানে ও অস্ট্রেলিয়ায় সাংস্কৃতিক মন্ত্রীর সাথে মধ্যাহ্নভোজ করে চমক দিলেন হালের জনপ্রিয় নায়িকা বুবলি।

এ প্রসঙ্গে বুবলী মুঠোফোনে বলেন, গত বুধবার রাতে অনলাইনে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির পোস্টার প্রকাশ হয়েছে। ছবিতে ওড়নায় ঢাকা আমার ও শাকিব খানের মুখকে ভিন্ন ভাবে দেখানো হয়েছে। পোস্টারটি দর্শক পছন্দ করেছেন। এ ছবিতে ভিন্নরূপে আমাকে দর্শক দেখতে পাবেন। এ ছবিতে আমাকে নোয়াখালীর মেয়ে হিসেবে অভিনয় করতে দেখবেন। এজন্য নোয়াখালীর ভাষাও রপ্ত করে সংলাপ দিয়েছি। আশা করি, ছবিটিও দর্শক পছন্দ করবেন।

এ ছবির পোস্টারটি ডিজাইন করেছেন কলকাতার অভি মিত্র। ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়ার শুটিং হয়েছে ঢাকা ও আশপাশের লোকেশনে। আর গানের দৃশ্যায়ন হয়েছে থাইল্যান্ডে। এদিকে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন শাকিব খান ও বুবলি। সেখানে তারা আশিকুর রহমানের পরিচালনায় ‘সুপার হিরো’ ছবির দৃশ্যায়নে অংশ নিচ্ছেন।

এ ছবির বিষয়ে বুবলী বলেন, এ ছবির গান এবং দৃশ্যধারণে ভিন্নতা আছে। পুরোপুরি একটি অ্যাকশন ঘরানার ছবি। এর বেশি কিছু এখন বলতে চাই না। চমক থাকছে, এজন্য দর্শককে একটু অপেক্ষা করতে হবে। হার্টবিট প্রোডাকশন প্রযোজিত ছবিটি এবার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে শুটিং এর বাইরে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সংসদ ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই দেখে মুগ্ধ হয়েছেন শবনম বুবলী।

গত মঙ্গলবার রাজ্য সরকারের সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে তাকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানালে শাকিব খান ও বুবলী সেখানে উপস্থিত হন। ছবির শুটিংয়ের পাশাপাশি মাঝে ভারতের মুর্শিদাবাদে শাকিব খানের সঙ্গে দুটি স্টেজ শোতে অংশ নেন বুবলী।

কেমন সাড়া পেয়েছেন সেখানে জানতে চাইলে তিনি বলেন, দেশ বা দেশের বাইরে এবারই প্রথম শাকিব খানের সঙ্গে মঞ্চে পারফর্ম করা হলো আমার। গত ১৮ ও ২০শে জানুয়ারি মুর্শিদাবাদের ভেতরে বাংলাদেশ সীমান্ত এলাকায় দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। অসাধারণ অভিজ্ঞতা ছিল। সেখানে শাকিব খানকে নিয়ে দর্শকদের স্লোগান দেখার পাশাপাশি আমাকে দেখে আমার ও শাকিবের অভিনীত ‘বসগিরি’ ছবির ‘বুবলী বুবলী’ শিরোনামের গানটি গাইছিলেন। এটা দেখার পর আমার বেশ ভালো লেগেছে। এটা দেখার পর আবারো মনে হলো আমার, ভালো কাজ একটা শিল্পীকে অন্য উচ্চতায় নিয়ে যায়। -এমজমিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে