বিনোদন ডেস্ক : প্রিয়া প্রকাশের জাদু এবার ছড়িয়ে গেল বলিউডেও। কলেজের এই প্রথম বর্ষের ছাত্রী সম্পর্কে ঋষি কপূর ভবিষ্যদ্বাণী করেছেন, নিজের জমানার সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবেন প্রিয়া।
ঋষি টুইট করেছেন, এই প্রিয়া বারিয়র নামের মেয়েটি বিরাট তারকা হবে আমি এখন থেকে বলে রাখছি। এর এত এক্সপ্রেশন, এত ছলাকলা অথচ এমন সারল্য। প্রিয়া, তুমি তোমার সমসাময়িক সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তারপরেই তাঁর হাহুতাশ, আচ্ছা, আমার সময়ে তুমি এলে না কেন? এটাই ছিলো প্রিয়া প্রকাশ সম্পর্কে ঋষি কপূরের টুইট। --এবিপি
এমটিনিউজ২৪/এম.জে/ এস