বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের একজন সফল অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ এ অসাধারণ অভিনয় করে নিজেকে দর্শকমহলে প্রতিষ্ঠিত করেন তিনি। কলকাতা নয়, কেনো বাংলাদেশেই নিয়মিত নায়িকা শ্রাবন্তী?
এরপর ‘ভালোবাসা ভালোবাসা’ ‘দিওয়ানা’ ‘গয়নার বাক্স’ ‘বিন্দাস’ ও ‘কাঠমাণ্ডু’র মতো বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে ভক্তদের হৃদয় জয় করে নেন জনপ্রিয় এ অভিনেত্রী। কিন্তু ইদানীং তিনি কলকাতা নয়, বাংলাদেশেই নিয়মিত হয়ে পড়েছেন। কিন্তু কারণ কী?
এর কারণ হিসেবে জানা গেছে, কলকাতায় শ্রাবন্তীর ক্যারিয়ার এখন ভাটায়, হাতে ছবি নেই বললেই চলে। বহুদিন ধরে কলকাতার গণমাধ্যমেও তেমন খবর নেই তার। যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ দিয়ে বাংলাদেশে অভিষেক শ্রাবন্তীর। এ ছবিটির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রচুর প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
সুপারহিট এ ছবির পর শাপলা মিডিয়া, শাকিব খানের সঙ্গে শ্রাবন্তীকে নিয়ে ‘বয়ফ্রেন্ড’র ঘোষণা দেয়। এরপর শ্রাবন্তী চুক্তিবদ্ধ হন মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমাতে। তবে ‘বয়ফ্রেন্ড’র আগেই শুরু হয়ে যায় ‘যদি একদিন’র শুটিং।
এ ছাড়া আরো কয়েকটি বাংলাদেশি ছবিতে অভিনয়ের কথা চলছে শ্রাবন্তীর। এ বছরই তিন-চারটি বাংলাদেশি ছবিতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রীকে। তাহলে কী কলকাতার ছবিতে আর দেখা যাচ্ছে না শ্রাবন্তীকে? এটি এখন শুধু সময়ই বলে দিতে পারে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর