বিনোদন ডেস্ক : ইতিহাস ফিরে আসছে। নব্বই দশকের শেষ দিকে কলকাতায় হঠাৎ শীর্ষ নায়িকা ঋতুপর্ণার ক্যারিয়ার ভাটা পড়ে। তখন বাংলাদেশে টানা চলচ্চিত্র করে ক্যারিয়ার চাঙ্গা রাখেন তিনি। জনপ্রিয়তার সাথে পারিশ্রমিকও পান বেশ।
এবার একই ঘটনা ঘটছে কলকাতার নায়িকা শ্রাবন্তীর সাথে। আপাতত টলিউডে মুক্তি পাচ্ছে না কোন ছবি। গতবছরও দেখা যায়নি তাকে। মিষ্টি হাঁসির লাস্যময়ী এই নায়িকার সংসারের সাথে ডুবেছে ক্যারিয়ারও। কিন্তু নিজেকে সক্রিয় রাখতে তিনি ব্যস্ত আছেন বাংলাদেশে।
তাহসানের বিপরীতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’-এর শুটিং ইতিমধ্যেই করছেন। আর এর মধ্যেই এসেছে নতুন খবর। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘বয়ফ্রেন্ড’ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে শ্রাবন্তীকে।
এদিকে আরও কিছু নামী পরিচালক তাকে চলচ্চিত্রে নিতে চাইছেন বলে জানা যাচ্ছে। তাহলে কী এ নায়িকা বাংলাদেশেই নিয়মিত হচ্ছেন? এই প্রশ্নের সঠিক উত্তর আগামী কিছুদিনের মধ্যেই জানা যাবে।
এমটিনিউজ/এসএস