বিনোদন ডেস্ক : মা শতরূপা সান্যাল। একা হাতেই মানুষ করেছেন মেয়ে ঋতাভরী আর চিত্রাঙ্গদাকে। দুই বোনই এখন মুম্বাইয়ে। কাজের অফারের কমতি নেই। সিনেমায় নামতে হলে কী কী করতে হবে, তার বিশাল তালিকা দিয়েছিলেন কেউ কেউ।
কলকাতার সল্টলেকে নিজের বাড়িতে বসে ঋতাভরী চক্রবর্তী কথা বলতে বলতে ফিরে দেখলেন সেই মুহূর্তগুলোকে, যখন এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে কী কী করতে হবে, তার আভাস পেতেন কিছু ‘শুভানুধ্যায়ী’-র কাছ থেকে।
সে সবের পাশ কাটিয়ে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন ঋতাভরী। শুনে নিন তার মুখ থেকেই। ঋতাভরী বলেন, প্রথমে ওরা বলেছিল, ফিল্মে কাজ করতে হলে প্রভাবশালী বয়ফ্রেন্ড দরকার।
সামনেই মুক্তি পাচ্ছে তার প্রথম বলিউড ছবি, অনুষ্কা শর্মার প্রোডাকশনের ‘পরি’। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু টলিউডে তার প্রথম দিকের অভিজ্ঞতা সত্যিই তাকে খুব নিরাশ করেছিল। মা ও বাবা দু’জনেই স্বনামধন্য ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও কেন তাকে এমন কথা শুনতে হয়েছিল? সত্যিই কি তিনি পেরেছেন সেই সব ‘উপদেষ্টা’-দের সঠিক জবাব দিতে?
এমটিনিউজ/এসএস