রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:১৮:১০

জড়ালেন বিশেষ সম্পর্কে, গভীর রাতে আলিয়ার বাড়িতে রণবীর!

জড়ালেন বিশেষ সম্পর্কে, গভীর রাতে আলিয়ার বাড়িতে রণবীর!

বিনোদন ডেস্ক: অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে রণবীর কাপুরের। সেই থেকেই নাকি কোনও এক রহস্যময়ীর সঙ্গে ডেট করছেন ঋষি কাপুরের ছেলে। বি টাউনে কান পাতলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে প্রায়শই। এদিকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে আলিয়া ভাটেরও। সিদ্ধার্থের সঙ্গে ব্রেকআপের পর আলিয়ার জীবনে কেউ আসেননি বলেই বার বার দাবি করেছেন ভাটকন্যা। কিন্তু, এবার রণবীর কাপুরের সঙ্গে দেখা যাচ্ছে আলিয়াকে। তাও আবার গভীর রাতে আলিয়ার বাড়িতে।  তারা দুইজন নাকি জড়ালেন বিশেষ সম্পর্কে কাছাকাছি।  

এই বছরের শুরুতেই শুরু হয়েছিল পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং। আর সেই ছবির শুটিং করতে বর্তমানে আলিয়া ও রণবীর পৌঁছে গিয়েছেন বুলগেরিয়া। সূত্রের খবর, বর্তমানে দুজনেই নাকি সেখানে শুটিং থেকে কয়েকদিনের বিরতি নিয়ে তাঁদের ফিটনেস প্রশিক্ষক জোনাথন ফ্লেচারের কাছে শরীর চর্চা করছেন। জোনাথন তাঁদের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি নিজের সোশ্যাল সাইটে পোস্টও করেছেন। যা দেখে হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। বলিউডের অনেকেই মনে করছেন রনবীর এবং আলিয়া মুম্বই থেকে অত দূরে সকলের চোখের আড়ালে নিজেদের সম্পর্কটা হয়ত আরও খানিকটা জোড়াল করে নিচ্ছেন।

একটি বিশেষ সূত্র জানাচ্ছে, কিছুদিন আগে যখন আলিয়া এবং রণবীর দুজনেই শহরে ছিলেন, তখনও নাকি মাঝেমধ্যেই দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যেত। যদিও তাঁরা দুজনেই এই বিষয়টিকে ‘ব্রহ্মাস্ত্র’-র প্রস্তুতি পর্ব বলে এড়িয়ে গিয়েছেন। এমনকি বছরের শুরুর দিকে একবার নাকি রাত ১১টা নাগাদ রণবীরকে আলিয়ার বাড়িতেও যেতে দেখা গিয়েছে এবং সূত্র জানাচ্ছে সেই রাতে আলিয়ার বাড়িতেই থেকে গিয়েছিলেন রণবীর।

এ বিষয়ে বলিউডের ‘রিলেশনশিপ কিং’ করণ জোহরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওরা যদি নিজেদের মতো করে একটু সময় কাটাতে চায় তাতে ক্ষতি কি আছে আমি তো বুঝতে পারছি না! দুজনেরই বয়স অল্প, দুজনেরই কিছুদিন হল ব্রেকআপ হয়েছে। তাই ওরা হয়ত নিজেদের মধ্যে কথা বলে পুরনো দুঃখগুলো ভুলে থাকতে চাইছে। আমাদের উচিত ওদের সাহায্য করা।’

অনেকদিন ধরেই বি-টাউনের হাওয়ায় উড়ছিল খবর। তারকারাই কানাঘুষো করছিলেন, এবার বোধহয় বলিউডের দু’জন মোস্ট এলিজেবেল ব্যাচিলর সম্পর্কের সুতোয় আবদ্ধ হতে চলেছেন। এখন মনে হচ্ছে সেই সময় আর বেশি দেরি নেই। ‘ব্রহ্মাস্ত্র’-ই বোধহয় ব্রহ্মাস্ত্র হয়ে এদের দুজনের মনে প্রেমের সঞ্চার ঘটাবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে