রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৪২:৪৫

স্বল্প বসনায় সোশ্যাল মিডিয়ায় ফের উষ্ণতা আমিশার

স্বল্প বসনায় সোশ্যাল মিডিয়ায় ফের উষ্ণতা আমিশার

বিনোদন ডেস্ক: বড় পর্দায় তাকে এখন দেখা যায় না৷ কিন্তু বোল্ড ফটোশ্যুটে তার জুড়ি মেলা ভার৷ বলিউড ডিভা আমিশা প্যাটেল ফের  ক্যামেরার সামনে বিকিনিতে ধরা দিলেন৷

সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ আমিশা৷ ফটোশ্যুটের পর ছবিগুলি সবার আগে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন৷ ফটোশ্যুটের জন্য বেছে নিয়েছিলেন কালো সুইম স্যুট৷ ৪১ বছর বয়সী আমিশার বিকিনি রূপ সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তুলেছে৷

এর আগেও বিকিনি অরিহিত অবস্থায় দেখা গিয়েছিল তাকে৷ ‘থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক’ সিনেমার একটি গানে হলুদ বিকিনি পরা আমিশাকে দেখে সবাই চমকে গিয়েছিল৷
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে