বিনোদন ডেস্ক : জানা গেছে, জয়ের জন্মের আগেও তিনবার অন্ত:স্বত্ত্বা হয়েছিলেন অপু। কিন্তু শাকিবের চাপে তিনবার-ই অ্যাবরশন (গর্ভপাত) করান তিনি। এমনকি জয়ের ক্ষেত্রেও এমনটি চেয়েছিলেন শাকিব।
এমনটাই দাবি করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন,‘ শাকিবের আপত্তির কারণে আমাকে তিনবার গর্ভপাত করাতে হয়। জয় যখন গর্ভে আসে তখনও অ্যাবরশন করানোর জন্য আমাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠায় শাকিব।
সেখানকার চিকিৎসক জানান, যেহেতু আগে তিনবার গর্ভপাত হয়ে গেছে আর নতুন করে কনসেপ্টের সময় ৪ মাস হয়ে গেছে, সেহেতু গর্ভপাত করানো হবে ঝুঁকিপূর্ণ। এরপর শাকিব আমাকে কলকাতা পাঠায় গর্ভপাত করানোর জন্য।
সেখানকার চিকিৎসকরাও অ্যাবরশন করতে অস্বীকৃতি জানান। তখন আমি সন্তান জন্মদানের সিদ্ধান্ত নিই। আর এতেই শাকিব আমার ওপর খেপে যায়। তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস