বিনোদন ডেস্ক : বলিউডে পারিশ্রমিকের লড়াইয়ে এগিয়ে কারা? নায়িকাদের অনেকেরই অভিযোগ, তারা অনেক নায়কদের থেকে কম পারিশ্রমিক পান। কিন্তু সে কথা একেবারেই মানতে নারাজ সালমান খান।
তার দাবি, ছবি যদি ভাল ব্যবসা করে, প্রযোজক, ডিস্ট্রিবিউটর যদি টাকা পান, তাহলে নায়িকারাও পাবেন।
কিন্তু পারিশ্রমিক কম পাওয়ার অভিযোগ করেন বহু নায়িকাই। সালমানের মতে, এই বিতর্কের কোনও মানেই নেই। সবই অর্থহীন। বরং পারিশ্রমিক ইস্যুতে নায়কদের একাংশের পাশেই দাঁড়িয়েছেন ‘বাজরাঙ্গি ভাইজান।’
তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা আছেন যারা একটি ছবির জন্য এক থেকে তিন কোটি টাকা পারিশ্রমিক পান। সেক্ষেত্রে নায়িকাদের অনেকেই পাঁচ-সাত কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন।
বিরক্ত সলমন উল্টো প্রশ্ন করেছেন, দর্শকদের হলে টানছে কে? কোনও অভিনেতা যেই পরিমান দর্শক হলে টানতে পারেন, প্রযোজকদের টাকা ফেরত দিতে পারেন, কোনও অভিনেত্রী যদি তা করতে পারেন তবে তারও একই পরিমান পারিশ্রমিক পাওয়া উচিত্। কিন্তু ভারতীয় দর্শকদের হলে টানেন অভিনেতারাই।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন