শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৪৩:০৬

কার সঙ্গে শুয়েছেন সানি লিওন?

কার সঙ্গে শুয়েছেন সানি লিওন?

বিনোদন ডেস্ক : তবে বেশ কয়েক বছর হল তিনি সেই ইমেজ ছেড়ে পা রেখেছেন বলিউডে। কিন্তু সেই পুরানো পরিচয় যেন তার পিছু ছাড়ছে না। এবার অনালইনে সেই ইস্যুতেই ট্রোল করা হল তাঁকে।

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি। সম্প্রতি নিশা নামে এক কন্যাসন্তানকে দত্তকও নিয়েছেন এই দম্পতি। সব মিলিয়ে সুস্থ সুন্দর জীবন কাটাচ্ছেন তিনি। তবে সানি ও তার স্বামীর একটি ছবি ট্রোলের মুখে পড়েছে। তার ইন্সটাগ্রাম ভরে গিয়েছে নোংরা সব কমেন্টে।

সানির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছেন তার স্বামী ড্যানিয়েল, এরকমই একটি সেলফি পোস্ট করেছেন সানি লিওন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “Nite nite y’all!!” কার সঙ্গে শুয়েছেন সানি লিওন?

সাধারণ সেই ছবিরে তলায় কেউ লিখেছেন, ‘কি করে বিয়ে হল? ইনি তো পর্নস্টার, আবার বিবাহিত নাকি?’ অন্য একজন লিখেছেন, ‘যখন সানি সঙ্গে আছেন, তখন ঘুম আসে কি করে?’ এমনকি তিনি পর্ন ছবির শ্যুটিং করছেন কিনা, সেকথাও জিজ্ঞাসা করেছেন অনেকে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে