বিনোদন ডেস্ক : গত তিন দশক ধরে সিনেমার পর্দায় প্রায় সব হিরোইনদের সঙ্গে রোমান্স করেও যিনি বর্তমানে এখনও সিঙ্গল, তিনি আর কেউ নন তিনি হলেন বলিউডের সালমান খান। বিভিন্ন সময়ে বলিউডের বেশ কিছু অভিনেত্রীদের সঙ্গে সল্লু ভাইয়ের নাম জড়ালেও, বিয়ে নিয়ে কখনও সলমানকে সিরিয়াস হতে দেখা যায়নি।
তবে সম্প্রতি তিনি কেন সিঙ্গল তা জানাতে গিয়ে বলেন, ‘বিয়ে করার জন্য যে পরিমাণ টাকা দরকার, সেই সামর্থ্য আমার নেই। কাই আমি এখনও একা।’ অন–স্ত্রীনে সালমান খানের বহুবার বিয়ে হলেও, বাস্তবে তা কবে হবে বা সালমান কবে বিয়ে করবেন তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহলের শেষ নেই।
তেব ৫২ বছরের সালমান খান এখনই ‘রেডি টু মিঙ্গল’ হওয়ার জন্য তৈরি নন। অতীতে ক্যাটরিনা কাইফ থেকে বর্তমানে লুলিয়া, সালমানের সঙ্গে নাম জড়িয়েছে বহু অভিনেত্রীর। কিন্তু সলমান কাউকেই বিয়ে করবেন বলে কিছুই কখনও জানাননি।
কেন সালমান বিয়ে করতে চাইছেন না? এ নিয়ে বলি জগতে বিস্তর চর্চা হলেও, সালমান নিজেই এই রহস্যের পর্দাফাঁস করলেন। ৫২ বছরের সল্লু মিঞা সিঙ্গল স্ট্যাটাসকে কোনওভাবেই বদলাতে চান না। এর পেছনেও রয়েছে একটি কারণ, যার জন্যই সালমান কারোর সঙ্গেই কমিটেড নন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সালমান খান তার বিয়ে না করা নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, ‘বিয়ে খুব বড় একটি ব্যাপার। আপনি কারোর বিয়েতে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা খরচ করছেন। আমার সেই টাকা খরচের মত সামর্থ্য নেই। সে কারণেই আমি এখনও একা।’
রোমানিয়ান টিভির সঞ্চালিকা লুলিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করার খবর সালমান প্রকাশ্যে না বললেও, বলিউডে এই রটনা বহুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে। যদিও সালমানের দাবি, তিনি কোনওদিনই বিয়ের পিঁড়িতে বসবেন না।
এমটিনিউজ/এসএস