শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৪০:৩১

‘সানি লিওন পাশে থাকলে ঘুম আসে কিভাবে’

‘সানি লিওন পাশে থাকলে ঘুম আসে কিভাবে’

বিনোদন ডেস্ক : বলিউডের এই সময়ের সবচেয়ে আবেদনময়ী এবং জনপ্রিয় আইটেম গার্ল সানি লিওন। অভিনেত্রী হিসেবেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কোনও সিনেমায় তার উপস্থিতি মানে দর্শকের আগ্রহের মাত্রা আকাশচুম্বী হওয়া।

অভিনেত্রী হিসেবে বলিউডে আত্মপ্রকাশের আগে সানি লিওনের অতীত মোটেও ভালো ছিল না। তবে সেই পরিচয় ছাড়িয়ে তিনি এখন নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তারপরও নিন্দুকেরা তার পিছু ছাড়ছে না।

ইনস্টাগ্রামে সানি লিওন তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে একটি সেলফি আপলোড করেছেন। সেখানে দেখা যায় ড্যানিয়েল সানির পাশে ঘুমিয়ে আছেন। আর ঘুম ঘুম চোখে হাসার চেষ্টা করছেন সানি।

ছবিটিতে দুই দিনেই ৬ লাখের বেশি লাইক পড়েছে। জমা হয়েছে হাজার হাজার মন্তব্য। তবে সেসব মন্তব্যের মধ্যে কিছু অপ্রকাশযোগ্য মন্তব্যও আছে। কেউ কেউ বলছেন, ‘কার সঙ্গে ঘুমোচ্ছেন?’, আরেকজন বলেছেন, কার সঙ্গে বিয়ে হলো? সানি তো প্রাক্তন পর্ন স্টার। পর্ন তারকার আবার কিসের বিয়ে?

আরেক মন্তব্যকারী বলেন, ‘সানি লিওন পাশে থাকলে ঘুম আসে কিভাবে?’ শুধু বিয়ে নয়, সানি লিওন বর্তমানে এক কন্যা সন্তানের মা। যদিও কন্যাটি তিনি দত্তক নিয়েছেন। তবে সানির এমন ইতিবাচক মানসিকতা বরাবরই প্রশংসিত হয়ে আসছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে