বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৪৭:২০

অবাক কাণ্ড : শরীর দেখানো নিয়ে বিস্ফোরক সানি লিওন

অবাক কাণ্ড : শরীর দেখানো নিয়ে বিস্ফোরক সানি লিওন

বিনোদন ডেস্ক : একেই বলে ভূতের মুখে রাম নাম। থুড়ি বলা ভাল সানির মুখে রাম নাম। কাব্যটা হল যে মেয়ে জনপ্রিয় তার শরীরের জন্য, সেই মেয়েই এখন বেঁকে বসেছেন। কিছুতেই ক্যামেরর সামনে শরীর দেখাবেন না সানি।

অবাক কাণ্ডটা ঘটেছে সানির নতুন ছবি-র শ্যুটিং ফ্লোরে। একটি দৃশ্যে পরিচালক সানিকে বলেন ক্যামেরার সামনে তাকে টপলেস হতে হবে। দু'হাত দিয়ে ঢাকতে হবে তার বক্ষ। ক্যামেরা অন হওয়ার আগেই দৃশ্যটি করবে না বলে নাকচ করেন সানি। ঝেড়ে-কেশে পরিচালককে জানিয়ে দেন এই সব দৃশ্যে তিনি অভিনয় করবেন না।

শেষমেশ সানির বুদ্ধি নিয়েই ছোট্ট বিকিনি পরিয়ে সে যাত্রায় উতরে গেলেন পরিচালক। খবর অনুযায়ী, পরিচালক অবশ্য চার কাঠি উপরে। সুপারইম্পোজ করে সরিয়ে দিয়েছেন সানির বুকের ছোট্ট বিকিনি। এতে সাপও মরলো, লাঠিও ভাঙল না। সানিও খুশি, পরিচালকও খুশি। খুশি সানির ফ্যানেরাও।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে