বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:২০:০১

শ্রীদেবীর মৃত্যুতে রাখীর কীর্তি!

শ্রীদেবীর মৃত্যুতে রাখীর কীর্তি!

বিনোদন ডেস্ক: শ্রীদেবীর মৃত্যুতে রাখীর কীর্তি! শ্রীদেবী যদি 'রূপ কি রানি' হন, তাহলে রাখী সাওয়ান্ত হলেন 'নৌটঙ্কী কি রানি'। নাটক করতে তাঁর মতো পারদর্শী বোধহয় খুব কমই আছেন। যেকোনও ক্ষেত্রেই নাটক করে লাইমলাইটে থাকতে কীভাবে হয় তা তাঁর থেকে ভালো বোধহয় কেউ জানেন না।

 শ্রীদেবীর মৃত্যুতে বলিউড যখন শোকস্তব্ধ। সকলেই নিজের নিজের মতো করে শ্রদ্ধাজ্ঞাপন করছেন প্রয়াত অভিনেত্রীকে। রাখিও করলেন, তবে তা বোধহয় একটু বেশিই নাটকীয় হয়ে গেল। ছবিটি দেখে তাই মনে হচ্ছে, নয় কি?

তাঁর এই কাণ্ডকারখানার জন্য নেটিজেনরা অবশ্য রাখীকে ছেড়ে কথা বলেননি। কমেন্টে কেউ কেউ লিখেছেন ''আপনাকে দেখতে ভয়ানক লাগছ''। ''বড়ই হাস্যকর লাগছে।''
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে