বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:২২:৪৮

বর্ষার জন্মদিনে অপু বিশ্বাসের সারপ্রাইজ গিফট

বর্ষার জন্মদিনে অপু বিশ্বাসের সারপ্রাইজ গিফট

বিনোদন ডেস্ক : আফিয়া নুসরাত বর্ষা। ঢাকাই চলচ্চিত্রের এক পরিচিত মুখ। একজন জনপ্রিয় অভিনেত্রী জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৮৯ আজকের দিনে  সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন বর্ষা। শুভ জন্মদিন বর্ষা।  এমটিনিউজ২৪.কম এর পক্ষ থেকে রইলো আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সহকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের মধ্যে ঢালিউড কুইন অপু বিশ্বাসও একজন।

বর্ষাএকটু আগে অপু বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেইজে বর্ষাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সারপ্রাইজ গিফট হিসেবে বর্ষার সাথে তার তোলা একটি ছবি পোস্ট করে তিনি একটি উপদেশবাণী দিলেন তাকে। তিনি সেখানে লিখেছেন ‘Forget about the past, you can’t change it. Forget about the future, you can’t predict it. Forget about the present, I didn’t get you one. Happy birthday’। মডেলিংয়ের মাধ্যমে শুরু হয় বর্ষার পথচলা।

তবে  ২০১০ সালে ইফতেখার চৌধুরীপরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে সর্বপ্রথম চলচ্চিত্রে পা রাখেন বর্ষা। এতে বর্ষার বিপরীতে অভিনয় করেছিলেন অনন্ত জলিল। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম এর মত বৃহৎ বাজেটের চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।  তিনি এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন বর্ষা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে