বিনোদন ডেস্ক : রক্তাক্ত করা হলো শ্রীদেবীর শোকবার্তা! সোশ্যাল মিডিয়ার সুবাদে মনুষ্যত্বের নামে অসভ্যতা কোন পর্যায়ে পৌঁছেছে তার ফের মিলল নির্দশন। যার শিকার হলেন প্রয়াত শ্রীদেবী। মৃত্যুর পর থেকে তাঁর লাশ দুবাই থেকে আনা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেই শ্রীদেবীর নশ্বর দেহ যখন পঞ্চভূতে বিলিন হয়ে গেল তখন এল এমন এক রসিকতা যা সুস্থ মানুষদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। টুইটারে শ্রীদেবীর শোকবার্তায় জুড়ে দেওয়া হলো সিরিয়ার শিশু হত্য়ার রাশি রাশি ছবি। স্বাভাবিকভাবেই এই পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ কাপুর পরিবার। স্বামী বনি কাপুরের চোখের সামনেই স্ত্রী শ্রীদেবীকে মরে যেতে থাকছেন। সে সময় তাঁর সঙ্গেই ছিল ছোট মেয়ে খুশি। মা-কে হারানোর বেদনা সহ্য করতে পারছেন না খুশি এবং তাঁর দিদি জাহ্নবি। এমনকী, শ্রীদেবীর দেওর অনিল কাপুর ও সঞ্জয় কাপুর এবং বাকি আত্মীয়রাও শোকস্তব্ধ।
এই পরিস্থিতিতে বুধবার শ্রীদেবীর অন্তেষ্টি সম্পন্ন হওয়ার পর কাপুর, আয়াপ্পন ও মারওয়া পরিবারের পক্ষ থেকে একটি যৌথ শোকবার্তা প্রকাশ করা হয়। এতে জানানো হয় শ্রীদেবী পরিবারের প্রতিটি সদস্যদের কাছে কতটা মূল্যবান ছিলেন। অকালে শ্রীদেবীকে হারিয়ে তাঁদের এখন মনের পরিস্থিতি কেমন? এমনকী, প্রতিটি মানুষ থেকে শুরু করে সংবাদমাধ্যম যে ভাবে শ্রীদেবীর প্রতি অপার ভালোবাসা ব্যক্ত করেছে তার জন্য তাঁরা ধন্য এবং সকলকে এর জন্য ধন্যবাদও জানানো হচ্ছে।
যদিও, টুইটারে থাকা রণবীর কাপুর ফ্যান ক্লাবের অ্যাকাউন্টের দাবি বলিউড নায়কের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজস্ব কোনও অ্যাকাউন্ট নেই। তাহলে রণবীর কাপুর নামধারী এই অ্যাকাউন্টি কার? অ্যাকাউন্টের প্রোফাইলে নায়ক রণবীর কাপুরের ছবি দেওয়া আছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফেক অ্যাকাউন্টের এখন রমরমা। বিশ্বজুড়ে এই সমস্যা চলছে। কিন্তু, যে ভাবে শ্রীদেবীর মতো এক ব্যক্তিত্বের প্রয়াণ ঘটিত মেসেজকে রক্তাক্ত করা হল তা নিন্দা করার ভাষাই কেউ খুঁজে পাচ্ছেন না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস