স্পোর্টস ডেস্ক : চলছে পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসর। এরই মধ্যে ৯টি ম্যাচ শেষ হয়ে গেছে। আজ শুক্রবার (২ মার্চ) ১০ম ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।
ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসসহ আরো বেশ কয়েকটি চ্যানেল।
পিএসএলে দারুণ একটি দল গঠন করেছে মোস্তাফিজের লাহোর কালান্দার্স। নবীণ-প্রবীণ সব ধরণের তারকায় ভরপুর দলটি। যার অধিনায়ক হিসেবে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু পিএসএলে চরম হতাশায় রয়েছে দলটি। কারণ পিএসএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তারা। কিন্তু এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দলটি।
অন্যদিকে পিএসএলে তিনটি ম্যাচ খেলেছে ইসলামাবাদ ইউনাইটেড। তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি। জয়ের জন্য শক্তিশালী একাদশ নিয়ে মোস্তাফিজের লাহোর! দেখে নিন, আজকের সম্ভাব্য একাদশ :-
লাহোর কালান্দার্সের সম্ভাব্য একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম, সুনীল নারিন, উমর আকমল, সোয়াহিল, রামদিন, আগহা, ইয়াসির, সোয়াহিল খান, শাহীন শাহ আফ্রিদি, মোস্তাফিজুর রহমান।
এমটিনিউজ২৪/এম.জে/ এস