শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০১:৫০:২১

‘নাকে তেল দিয়ে ঘুমান’, সংলাপটির সেই অভিনেতা আর নেই

 ‘নাকে তেল দিয়ে ঘুমান’, সংলাপটির সেই অভিনেতা আর নেই

বিনোদন ডেস্ক : ‘নাকে তেল দিয়ে ঘুমান’, মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত বিজ্ঞাপনের সংলাপটি থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন কাজী জামালউদ্দিন। এরপর তাকে বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করতে দেখা গেছে।

প্রবীণ এই অভিনেতা আর নেই। শুক্রবার (০২ মার্চ) সন্ধ্যায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

শনিবার (০৩ মার্চ) বাদ জোহর গুলশান কেন্দ্রীয় মসজিদে এই অভিনেতার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে