শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০৩:৫৪:০৮

বাবার সঙ্গে পিকনিকে গেলেন দীঘি

 বাবার সঙ্গে পিকনিকে গেলেন দীঘি

বিনোদন ডেস্ক : ময়না পাখির ছোট্ট দীঘি এখন পড়া লেখা নিয়েই ব্যস্ত ধানমন্ডির স্ট্যামফোর্ড স্কুলের দশম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ছেন দীঘি। আপতত অভিনয়কে থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে মাঝে মধ্যে তার দেখা মেলে চলচ্চিত্রের নানা অনুষ্ঠানে। বাবা সুব্রতও থাকেন তার সঙ্গে। শনিবার দুপুরের দীঘিকে দেখা গেল ঢাকার অদূরে সাভারের একটি পিকনিক কেন্দ্রে।

খোঁজ নিয়ে জানা গেলো, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর ফ্যামিলি ডে অনুষ্ঠিত সাভারের গেন্ডা এলাকার স্পন্দন পিকনিক স্পটে বাবা সুব্রত'র সাথে উপস্থিত হয়েছেন দীঘি।

দীঘি বলেন, ‘পড়াশোনা নিয়ে এখন আমি ব্যস্ত। লাস্ট স্কুল ফাইনালে ফিজিক্স কেমিস্ট্রিতে একটু নম্বর কম ছিল, সেসব নিয়ে চিন্তিত। এজন্যই বই নিয়েই আমার ব্যস্ততা।’ দীঘি বলেন, ‘আব্বু আমাকে নিয়ে এলো, সব সাংবাদিক আংকেলরা আমাকে অনেক স্নেহ করেন। এজন্য চলে এসেছি।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে