শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০৪:০১:৫৬

শ্রীদেবীর মৃত্যুর পর পাঁচতারা হোটেল থেকে উঠে যাচ্ছে বাথটাব?

শ্রীদেবীর মৃত্যুর পর পাঁচতারা হোটেল থেকে উঠে যাচ্ছে বাথটাব?

বিনোদন ডেস্ক : সম্প্রতি দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলে বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয় বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর। এরপর সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম- সর্বত্রই বাথটব নিয়ে চলছে নানান আলোচনা। শ্রীদেবীর মৃত্যুর পর পাঁচতারা হোটেল থেকে উঠে যাচ্ছে বাথটাব? এর মধ্যে জানা যাচ্ছে, বিলাসবহুল পাঁচতারা হোটেলে বাথটব আর নাও থাকতে পারে।

পাঁচতারা হোটেলগুলোতে গেলেই সুদৃশ্য বাথটবের দিকে নজর পড়ে সবার। সেখানে সুগন্ধী দিয়ে গোসলের ইচ্ছা কার না রয়েছে! কিন্তু এবার সেই ইচ্ছার বিষয়টি ভুলতে হবে। কারণ পাঁচতারা হোটেলগুলোতে আর বাথটাব নাও থাকতে পারে।

পানি সংরক্ষণের কথা মাথায় রেখে চিরদিনের জন্য উঠে যেতে পারে এ ব্যবস্থা। কারণ একবার বাথটব ব্যবহার করলে ন্যূনতম ৩৭০ লিটার পানি খরচ হয়। আর শুধু শাওয়ারে পানি খরচ হয় ৭০ লিটার। দু'টি বিষয়ের তুলনামূলক চিত্রটা মাথায় রেখেই এমন ভাবনা।

তাজ, ওবেরয়, কিংবা আইটিসি গ্রুপের হোটেলগুলোও পানি সংরক্ষণ ও ব্যস্ত পর্যটকদের কথা মাথায় রেখে বদলে ফেলতে পারে বাথরুমের নকশা। ধরুন, কেউ খুব কম সময়ের জন্য হোটেলে উঠেছেন। চটপট গোসল সেরেই বেরিয়ে পড়বেন। ফলে তিনি সময়ের সঙ্গে তাল মেলাতে চটজলদি গোসল সারতে চাইতে পারেন। এছাড়া পানি সংরক্ষণ করাও একটা বড় কারণ।

নতুন নিয়মের কারণে পাঁচতারা হোটেলের ক্ষেত্রে বাথটব থাকাও বাধ্যতামূলক নয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক পাঁচতারা হোটেলের সহ-সভাপতি বলেন, হোটেল সংস্থার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে, আদৌ পাঁচতারায় বাথটব থাকবে, নাকি উঠে যাবে। আর আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন হোটেল মালিকদের সংগঠন। সূত্র: এনডিটিভি ও সংবাদ প্রতিদিন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে