বিনোদন ডেস্ক : আর কয়েক মাস পরেই জাহ্নবী কাপূরের বলিউড ডেবিউ। তাতে সবচেয়ে বেশি খুশি হতেন যিনি, সবচেয়ে বেশি গাইড করতে পারতেন যিনি, তিনিই আর নেই। মা নেই। এটাই যেন এখনও বিশ্বাস হচ্ছে না শ্রীদেবীর বড় মেয়ের।
দুবাইতে মায়ের শেষ সময়ে তিনি সঙ্গেও ছিলেন না। গত কয়েকটা দিন যেন একটা ঘোরের মধ্যে কেটেছে। এতদিন পর নিজের জন্মদিনে মাকে নিয়ে মুখ খুললেন জাহ্নবী।
সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবীর আদরের মেয়ে লিখেছেন, ‘একটা শূন্যতা আমার মধ্যে চেপে বসেছে। আমি জানি, এটা নিয়েই কী ভাবে বাঁচব সেটা শিখতে হবে। সব হারানোর মধ্যেও আমি তোমার ভালোবাসা অনুভব করতে পারছি। সব দুঃখ, যন্ত্রণা থেকে তুমিই আড়াল করেছো সেটা বুঝতে পারছি। চোখ বন্ধ করলেই ভাল মুহূর্তরা এসে ভিড় করছে। আমাদের জীবনে তুমি ছিলে আশীর্বাদের মতো...।’
জাহ্নবী আরও জানিয়েছেন, তিনি এবং খুশি তাদের মাকে হারিয়েছেন। কিন্তু বনি হারিয়েছেন তার ‘জান’। কাপূর পরিবারে শ্রীদেবীর ভূমিকা মা এবং স্ত্রীয়ের থেকেও বেশি ছিল। গত কয়েকদিন তাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন জাহ্নবী। পাশাপাশি শ্রীদেবীর আত্মার শান্তি কামনায় সকলকে প্রার্থনা করার অনুরোধও জানিয়েছেন তিনি।
এমটিনিউজ/এসএস