রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ১০:২৬:১৩

সহযোগিতার হাত বাড়িয়ে পেশাদারিত্বের পরিচয় দিলেন শাকিব-অপু

সহযোগিতার হাত বাড়িয়ে পেশাদারিত্বের পরিচয় দিলেন শাকিব-অপু

বিনোদন ডেস্ক: পেশাদারিত্বের জায়গায় শাকিব খান ও অপু বিশ্বাস দু'জনেই সমান সচেতন। তার প্রমাণ দিলেন আরও একবার। 'পাঙ্কু জামাই' ছবির অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এ জুটি।

২০১৬ সালে শুরু হয়েছিল এ ছবির কাজ। কিন্তু কিছুদিন পর ছবির কাজ থেমে গিয়েছিল মা হওয়ার জন্য অপুর আড়ালে যাওয়ায়। অবশেষে অপু তার অসমাপ্ত অংশের শুটিং শেষ করেছেন। শুটিং শেষ করে শাকিবও অংশ নিয়েছেন ছবির ডাবিংয়ে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'নিজ পেশাকে সম্মান করি। আমি চাই না আমার কারণে কোনো ছবির কাজ আটকে থাকুক। প্রযোজক যেন ক্ষতির মুখে না পড়েন, সে কথা ভেবেই ছবির কাজ শেষ করছি।'

অপুর মুখেও একই কথা শোনা গেছে। তার কথায়, 'যে কাজ হাতে নিয়েছিলাম, তা সম্পন্ন করা দায়িত্ব বলে মনে করি। তাই দেরিতে হলেও পাঙ্কু জামাই ছবির কাজ দায়িত্ব নিয়েই শেষ করলাম।'

পরিচালক আবদুল মান্নান জানান, ছবির কাজ শেষের পথে। মুক্তি দেওয়া নিয়ে আর কোনো জটিলতা নেই। আগামী বৈশাখে ছবিটি মুক্তি দেওয়া হবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে