বিনোদন ডেস্ক : বলিউডে হট নায়িকা হিসেবে এরইমধ্যে বেশ পরিচিতি গড়ে তুলেছেন উর্বশী রাউতেলা। ঠিক এই সময়ে ইউটিউব আর টিভি চ্যানেলগুলো কাপাচ্ছেন। নতুন ছবি ‘হেট স্টোরি ফোর’ রিলিজ হতে যাচ্ছে ৯ মার্চ। সেই ছবির ‘লুক’ এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে এখানে ওখানে।
এই ছবির প্রমোশন শেষ করে এখন শুটিং করছেন পরবর্তী ছবি ‘ভানুপ্রিয়া’র। সেই ছবির সেট থেকে আসছে একের পর এক খবর। প্রতিদিনই নাকি এই উঠতি নায়িকা দারুণ ঝামেলা করছেন শুটিংয়ে। অভিনয় বাদ দিয়ে তার মনোযোগ নাকি শুধু খাওয়া-দাওয়াতেই। শুটিং সেটে উর্বশী যা শুরু করেছেন, তাতে নাকি অতিষ্ঠ হয়ে উঠেছেন পরিচালক থেকে প্রযোজক সবাইই।
জানা গেছে, প্রতিদিন নাকি পাঁচতারা হোটেল থেকে বিপুল পরিমাণ খাবারের অর্ডার দিচ্ছেন তিনি। যে খাবারে আরাম করে ১০-১২ জনের খাওয়া হয়ে যায়। আর সেই খাবারের বিল ধরাচ্ছেন প্রযোজককে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো- যে পরিমাণ খাবার তিনি অর্ডার করেন, তার সামান্যই নিজে খান। বাকিটা বাড়ির লোকজনের জন্য পাঠিয়ে দেন। শুধু তাই নয়, শুটিংয়ের মাঝেই লম্বা লম্বা বিরতি নিচ্ছেন উর্বশী। এতে করে অতিষ্ঠ পরিচালক-প্রযোজক।
ইউনিটের একজন জানিয়েছে, শুটিং সেটে আসার জন্য বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসা মাত্র প্রযোজকদের ফোন করে উর্বশীর সহকারী জানিয়ে দেন সেদিন কী কী খাবেন তিনি। মেনুতে তার কোনো কোনো খাবার প্রয়োজন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আরো বলছেন, আমরা মীরা রোডে শুটিং করলেও উর্বশীর জন্য খাবার আনতে হয় জুহুর জে ডব্লিউ ম্যারিয়ট থেকে।
মাঝেমধ্যেই বাড়িতে বাবা-মাকে ফোন করে জিজ্ঞেস করেন, তারা কী খেতে চান। সেই মতো খাবার পৌঁছে যায় অভিনেত্রীর বাড়িতেও। প্রতিদিন উর্বশীর খাবারের খরচ কমপক্ষে পাঁচ হাজার টাকা। এখন ভালোয় ভালোয় এই ছবির শুটিং শেষ হলেই হয়। আগামী বছরের শুরুতেই ‘ভানুপ্রিয়া’ রিলিজ হওয়ার কথা।
এমটিনিউজ/এসএস