রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ১০:৩৭:৩২

বলিউড সুন্দরী মাধুরীর ছেলে খুব স্মার্ট আর হ্যান্ডসাম, কে সে? দেখুন ছবিতে..

বলিউড সুন্দরী মাধুরীর ছেলে খুব স্মার্ট আর হ্যান্ডসাম, কে সে? দেখুন ছবিতে..

বিনোদন ডেস্ক : আমরা যদি ৯০ দশকের সব থেকে সুন্দরী অভিনেত্রির কথা বলে থাকি তাহলে সবার আগে মাধুরী দীক্ষিতে নাম এসে থাকে। আর আজ আমরা মাধুরী দীক্ষিতে নিয়ে কিছু কথা আপনাদের বলব। মাধুরী দীক্ষিত কে সকলেই এই বলিউডে ধক ধক গার্ল হিসাবে জেনে থাকে।

আর মাধুরী দীক্ষিত এমন একজন অভিনেত্রি যে তার অভিনয়ে এই বলিউড আর সকলকে দীবানা করে দিয়েছিল তার সময়ে। আর সকলেই তার ডান্স আর অভিনয়ে পাগল ছিল। আর মাত্র ছোটো চরিত্রের অভিনয়ে তিনি যেভাবে অভিনয় করিয়ে দেখিয়েছেন তা খুব কম জন করতে পারে।

আর এটি সকলেই জানেন যে মাধুরী দীক্ষিত বিবাহিত আর তার দুটি সন্তানো আছে। কিন্তু আজ আমরা কথা বলব মাধুরী দীক্ষিতের ছোটো ছেলেকে নিয়ে যে আজকাল সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়। মাধুরী দীক্ষিতে ছোটো ছেলে বড় হয়ে গেছে।

মাধুরী দীক্ষিত ৮০, ৯০, ২০০০ দশকের সব থেকে বড় অভিনেত্রিদের মধ্যে একজন। আর মাধুরী দীক্ষিতে নাচ আর তার অভিনয়ের জন্যে সব জায়গায় চর্চা হয়ে থাকে। আর মাধুরীকে ভারত সরকার ২০০৮ সালে পদ্মশ্রী পুরস্কার দিয়েছিল।

১৯৬৭ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া মাধুরী দীক্ষিত ১৯৯৯ সালে বিয়ে করেন। মাধুরীর এরিন আর রিয়ান নামে দুটি সন্তান আছে। আর মাধুরী দীক্ষতে ছোটো ছেলে এখন সোশ্যাল মিডিয়ায় খুব চর্চার বিষয় হয়ে আছে। আর দেখা যায় তো মাধুরী দিক্ষিতে এই দুটি ছেলে খুব কিউট।

আর তার ছোটো ছেলে সুন্দরতার মামলায় অনেক এগিয়ে আছে এখন থেকে। ২০০৫ সালে জন্মেছিল রেয়ান আর এখন সে মুম্বাই স্কুলে তার পোড়াশুনা করছে। আর এখন মাধুরী আর তার পরিবারের কিছু ছবি ভাইরাল হতে দেখা যাচ্ছে। আর যেখানে মাধুরী দীক্ষিতে ছোটো ছেলে দেখতে খুব কিউট লাগছে।

মাধুরী তার দুটি সন্তানকেই খুব খেয়াল রেখে থাকে। আর তাদের সাথে সন্তানদের স্কুলে দিয়ে আসে। আসলে মাধুরী দীক্ষিতের ৫০ তম জন্ম দিনে তার তুই সন্তান ছবি সামনে এসেছে। মাধুরীর স্বামী একজন খ্যাতনামা ডাক্তার।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে