বিনোদন ডেস্ক : প্রয়াত শ্রীদেবী এবং শশী কাপূরকে শ্রদ্ধা জানিয়ে সোমবার ডলবি থিয়েটারে শুরু হল ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অস্কারের মঞ্চে 'ইন মেমরি' বিভাগে এই দুই তারকার সম্মানে একটি ভিডিও দেখানো হয়।
দু'তিন মিনিটের মিউজিক্যাল ট্রিবিউটে তুলে ধরা হয় এই দুই তারকার বলিউড জার্নি। তাদের বিভিন্ন ছবি, সিনেমায় তাদের অবদান- এ সবই দেখানো হয় বিশ্ব মঞ্চে।
গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে ৫৪ বছর বয়সে প্রয়াত হন শ্রীদেবী। অচৈতন্য অবস্থায় হোটেলের বাথটবে তাকে দেখতে পান শ্রীদেবীর স্বামী বনি কপূর। তাঁর আচমকা প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না বলি মহলের একটা বড় অংশ।
অন্যদিকে ২০১৭ সালের ৪ ডিসেম্বর প্রয়াত হন শশী কপূর। বয়সজনিত নানা সমস্যার কারণেই মৃত্যু হয় এই বর্ষীয়ান অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
এমটিনিউজ/এসএস