সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ০৪:৩২:২৮

কোথাও গেলেই শ্রীদেবীর এই কাজই করতেন বনি কাপুর, কিন্তু কেন জানেন!

কোথাও গেলেই শ্রীদেবীর এই কাজই করতেন বনি কাপুর, কিন্তু কেন জানেন!

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যুর এক সপ্তাহ পরেও শোকের ছায়া বি-টাউনে। ওর অকাল প্রয়াণ এখানো ওর ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচিতরা মেনে নিতে পারছেন না| শ্রীদেবী একজন কিংবদন্তী অভিনেত্রী তো ছিলেনই একই সঙ্গে অনেকের অনুপ্রেরণাও ছিলেন উনি।

ইতিমধ্যে বলিউডের মোটামুটি সব তারকাই বনি কাপূরের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন| গতকালও অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, জুহি চাওলা, শিল্পা শেট্টি, আমির খান উপস্থিত হন শ্রীদেবীর বাড়িতে|

জনপ্রিয় লেখিকা শোভা দে শ্রীদেবীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন| একই সঙ্গে উনি এমন একটা ঘটনার কথা জানিয়েছেন যার থেকে আন্দাজ করা যায় শ্রীকে কতটা ভালোবাসতেন বনি কাপূর| শোভা লেখেন ওর সঙ্গে বনি কাপূরের দেখা হয়  ‘ মম ‘  ছবি মুক্তি পাওয়ার পর|

এই ছবি শোভার ভালো লাগেনি| উনি তা বনিকে জানান| এতে বনি বলেন  ‘শ্রী এত ফ্যান্টাস্টিক ছিল ওই ছবিতে| ও বেস্ট|’ শোভা জানান এর পর ওর আর বনির মধ্যে ফোন নম্বর বিনিময় হয়| এরপর থেকেই বিভিন্ন সময় বনি শ্রীদেবীর ছবি পাঠাতে থাকেন শোভাকে| শোভা দে জানিয়েছেন বনি কাপূর শ্রীদেবীর ছবি পাঠান বিভিন্ন অনুষ্ঠান থেকে|

শোভা দে লেখেন বনি কাপূরের সঙ্গে দেখা হওয়ার কিছুদিন পর ওর দেখা হয় শ্রীদেবীর সঙ্গে| উনি শ্রীকে জানান বনির ছবি পাঠানোর কথা| এতে শ্রীদেবী একটু লজ্জা পেয়ে বলেন  ‘ও আমাকেও ওই সব ছবি পাঠায়| বাই চান্স যদি আমি ওই ছবিগুলো মিস করে যাই এই ভেবে| আমার এত লজ্জা করে| যখনি আমি কোথাও যাওয়ার জন্য তৈরি হই‚ ও আমার ছবি তোলে এবং বলে  ‘দ্যাখো! তোমাকে কী সুন্দর দেখাচ্ছে| এই রঙটা তোমাকে দারুণ মানাচ্ছে|’

শ্রীদেবীর মৃত্যুর পর বনি কাপূর সোশ্যাল মিডিয়াতে লেখেন  To the world she was their Chandni..the actor par excellence…their Sridevi..but to me she was my love, my friend, mother to our girls..my partner.’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে