বিনোদন ডেস্ক : "আমার বয়ফ্রেন্ড যদি দেশপ্রেমী না হতে পারে তাহলে আমি তার সঙ্গে এক মুহূর্তও থাকতে পারব না।" বলিউড কুইন আবারও মন্তব্য করলেন নিজের পার্সোনাল লাইফ নিয়ে। সম্প্রতি একটি চ্যাট শো তে বললেন তার বয়ফ্রেন্ড নিয়ে এই আজব চাহিদার কথা জানালেন। ব্রেক আপ এড়াতে হলে বয়ফ্রেন্ডের দেশাত্মবোধক হওয়া খুব প্রয়োজন।
সেলেব্রিটিদের লাভ লাইফ নিয়ে কার না উত্সাহ থাকে। কেউ এই ব্যাপারে খুব ওপেন কেউবা খুব সিক্রেটিভ। কিন্তু আমাদের বলিউড কুইন কঙ্গনা বরাবরই তার লাভ লাইফ সম্বন্ধে যথেষ্ট ভোকাল। পাবলিক ফোরামে নির্ভয়ে মনের কথা খুলে বলার জন্য কতজনের কটুক্তির স্বীকার যে হতে হয় তা বলা কঠিন।
কঙ্গনার মতে, "সেই ছেলেটি যদি নিজের দেশের প্রতি নিবেদিত না হতে পারে, তাহলে সে কখনও আমার প্রতি নিবেদিত হতে পারবে বলে আমার মনে হয়না।" তবে তিনি এখন সিঙ্গল না মিঙ্গল তা নিয়ে কোন মন্তব্য করেননি ।
কঙ্গনার পার্সোনাল লাইফ খোলা বাক্সের মত সামনে থাকলেও কোথাও যেন একটা ধোঁয়াশা থেকেই যায়। আপাতত লাস্যময়ী ব্যস্ত "মণিকর্নিকা : দ্য কুইন অফ ঝাঁসি" র শ্যুটিংয়ে।
এমটিনিউজ/এসএস