সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ০৭:৩৯:৫০

সালমান চালাবেন এই গাড়ি, রহস্য জানলে আঁতকে উঠবেন!

 সালমান চালাবেন এই গাড়ি, রহস্য জানলে আঁতকে উঠবেন!

বিনোদন ডেস্ক : সালমান চালাবেন এই গাড়ি, রহস্য জানলে আঁতকে উঠবেন! সাইফ আলি খান কিংবা জন আব্রাহাম নন, এবার ‘রেস থ্রি’-তে দেখা যাবে সালমান খানকে। ‘টাইগার জিন্দা হ্যায়’-র পর এবার ফের সলমনকে ‘ফাইটিং মুডে’ দেখা যাবে ‘রেস থ্রি’-তে। আর ওই সিনেমায় সালমান কি করবেন জানেন?

শোনা যাচ্ছে, ‘রেস থ্রি’-তে সলমনকে ফেরারি গাড়ি চালাতে দেখা যেতে পারে সালমানকে। জানা যাচ্ছে, দুবাইয়ের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলের ফেরারি চালাতেই নাকি ‘রেস থ্রি’-তে দেখা যাবে সালমান খানকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও-ও শেয়ার করেন সালমান।

যেখানে দুবাইয়ের ‘রিচেস্ট কিড’ রাশিদ বেলাসার ফেরারি গাড়ির সামনে দেখা যাচ্ছে সালমানকে। তবে ‘রেস থ্রি’-তে ফেরারিতে চড়ে কেমন লাগবে বলিউডের ‘ভাইজান’-কে, তারা জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।-এবেলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে