বিনোদন ডেস্ক : এইমাত্র পাওয়া খবরে জানা যায়, হাসপাতালে নেওয়া হয়েছে নায়ক ওমর সানীকে। রাজধানীর অ্যাপোলো হাসাপাতলে ভর্তি করা হয়েছে চিত্রনায়ক ওমর সানী। আজ (সোমবার) সকালে অসুস্থ অনুভব করলে শারীরিক চেকআপের জন্য হাসপাতালে আসেন তিনি।
এ সময় ডাক্তার ওমর সানীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। জনপ্রিয় এই নায়কের অসুস্থতার খবরটি জানিয়েছেন তার ম্যানেজার আলী হোসেন।
সোমবার সন্ধ্যায় ওমর সানীর মুঠোফোন থেকে আলী হোসেন বলেন, সানী স্যারের তিনটি ব্লক ধরা পড়েছে। এখন তার হার্টে রিং পরানো হচ্ছে। স্যারের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন।
তিনি বলেন, স্যারকে সঠিক সময়ে চিকিৎসা দেয়া হচ্ছে। নইলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। ডাক্তাররা সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন।
নব্বই দশকজুড়ে দাপিয়ে চলচ্চিত্র শাসন করেছেন ওমর সানী। নায়ক হিসেবে না দেখা গেলেও পার্শ্বচরিত্র কিংবা বড়ভাই চরিত্রে এখনও চলচ্চিত্রে সরব ওমর সানী। ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়িকা মৌসুমীকে তিনি বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই একপুত্র ও এক কন্যা রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস