সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ০৯:৫৩:১৩

জাহ্নবী-খুশিকে আক্রমণ, রাগে ফেটে পড়ে পাল্টা জবাব

জাহ্নবী-খুশিকে আক্রমণ, রাগে ফেটে পড়ে পাল্টা জবাব

বিনোদন ডেস্ক : সদ্য মা হারা দুটো মেয়ে জাহ্নবী-খুশি। কিন্তু তাতেও তাঁদের ট্রোল করা থামায়নি নেটিজেনরা। পরিবারের এমন অশান্ত সময়, এধরনের আক্রমণ কেউ ভালভাবে নিতেও পারে না। তাই হয়তো জাহ্নবী-খুশি সেই ট্রোলের কোনও জবাব না দিলেও, কড়া এবং স্পষ্ট জবাব দিতে সামান্যও সময় নেননি শ্রীদেবী-কন্যাদের সৎ বোন অনশুলা কপূর।

সদ্য রবিবারই স্ত্রীর চিতাভষ্ম রামেশ্বরমের সমুদ্রে ভাসিয়েছেন বনি, সঙ্গে ছিলেন দুই মেয়ে। এরপরই অনশুলা একটি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন, যতটাই অস্থির পরিস্থিতি হোক না কেন, বন্যফুল তার মাঝেই ফোটে, হাওয়া তাদের যেদিকেই নিয়ে যাক, তারা তাদের ঔজ্জ্বল্যে চারপাশ আলোকিত করে। জাহ্নবী-খুশিকে নিজের বোন বলে সম্মোধন করায়, অনশুলাকে যেমন প্রশংসা করেছে, তেমন অনেকেই বোন বলে সম্মোধন করার জন্যে তাজ্জবও হয়েছে। কারণ, কোনও এক সাক্ষাৎকারে অর্জুনই বলেছিলেন, জাহ্নবী-খুশি তঁদের কেউ নন। তাঁদের নিয়ে তাঁরা মাথাব্যথাও করেন না। প্রসঙগ্ত, বনি কপূরের প্রথমপক্ষের স্ত্রী মোনার সন্তান অর্জুন-অনশুলা।

তবে এধরনের ট্রোলের কড়া জবাব দিতেও দেরি করেননি অনশুলা। তাঁর কথায়, তাঁরা দুজন শুধুই তাঁদের বোন। কোনওরকমের হিংসার বাতাবরণকে যেন কোনওভাবেই প্রশ্রয় দেওয়া না হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে