বিনোদন ডেস্ক : ২০১৬ সালে একটি দিওয়ালি পার্টিতে একসঙ্গে দেখা। এরপর গোপনে প্রেম করেছিলেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির নায়িকা ক্যাটরিনা। বলিউডের এ সুন্দরীর প্রেমিক রয়েছে কয়েকজন। কে সে ? সালমান খান নাকি রণবীর কাপুর। এদের কেউ না। তিনি মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি। যার সঙ্গে একটা সময় চুটিয়ে প্রেম করেছেন ক্যাটরিনা। তবে সেই প্রেমের একটিও স্থায়ী হয়নি।
তবে আকাশ নাকি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রী শ্লোক মেহতা নাকি আকাশ আম্বানির সঙ্গে একই স্কুলে পড়তেন। সে কারণে আকাশ এবং শ্লোককে মিলিয়ে দিতে চাইছে আম্বানি পরিবার। তার বিয়ের খবর প্রকাশের পর পুরনো একটি প্রেমের খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৬ সালে একটি দিওয়ালি পার্টিতে একসঙ্গে দেখা যায় আকাশ-শ্লোককে। অমিতাভ বচ্চনের বাড়ির দিওয়ালি পার্টিতে আকাশের সঙ্গে দেখা যায় ক্যাটরিনাকে।
এরপর ওই দু’জন একসঙ্গে অনিল কাপুরের বাড়ির দিওয়ালি পার্টিতেও হাজির হন। যা নিয়ে বেশ কানাঘুষো শুরু হয়। কিন্তু বিষয়টি নিয়ে ওই সময় কোনো মন্তব্য করেননি আকাশ-ক্যাটরিনা।
দিওয়ালি পার্টিতে সাদা রঙের কুর্তা, পাজামা পরে হাজির হন আকাশ। আর আইভরি শাড়িতে সবার চোখ ঝলসে দিয়ে সেখানে উপস্থিত হন ক্যাটরিনা কাইফ।
জানা গেছে, একই দিন অনিল কাপুরের বাড়িতে রণবীর কাপুর হাজির হলে, তার সঙ্গে দূরত্ব বজায় রেখে আকাশের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। সেদিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস