সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ১০:৫৫:১৮

শ্রীদেবীর মৃত্যু নিয়ে ঘনিষ্ঠ বন্ধুর বিস্ফোরক মন্তব্য! সমস্যায় পড়তে পারেন বনি কাপুর

শ্রীদেবীর মৃত্যু নিয়ে ঘনিষ্ঠ বন্ধুর বিস্ফোরক মন্তব্য! সমস্যায় পড়তে পারেন বনি কাপুর

বিনোদন ডেস্ক : বাথটাবের জলে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর। পোস্টমর্টেম রিপোর্ট থেকে এমনই জানা গিয়েছে। কিন্তু সম্প্রতি শ্রীদেবীর এক কাছের বান্ধবীর মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে। এই মন্তব্যে অসুবিধায় পড়তে পারেন বনি কাপূর। এক হিন্দি দৈনিকের প্রতিবেদন থেকে এমনই জানা গিয়েছে।  

শ্রীদেবীর এই বান্ধবীর নাম পিঙ্কি রেড্ডি। পিঙ্কি জানান, দুবাইতে মোহিত মারওয়ার বিয়েতে যাওয়ার আগে শ্রীদেবীর সঙ্গে তার কথা হয়ে হয়েছিল। তখনই শ্রীদেবী জানিয়েছিলেন, তার শরীর ভাল নেই। আর তার জন্য ওষুধও খাচ্ছিলেন প্রয়াত নায়িকা। বিয়ের অনুষ্ঠানে যাওয়ারও খুব একটা ইচ্ছা ছিল না তার। কিন্তু বনি কাপূর বলেছিলেন, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকাটা জরুরি।

পিঙ্কি জানান নভেম্বরে শ্রীদেবীর সঙ্গে তার শেষ বার দেখা হয়েছিল। তখনও শ্রীকে দেখে খুবই ক্লান্ত লেগেছিল তার। কিন্তু জানতেন না এটাই শেষ দেখা বান্ধবীর সঙ্গে। তাই শ্রীদেবীর মৃত্যুতে শোকাহত পিঙ্কিও।

প্রসঙ্গত, পিঙ্কি ‘চাঁদনি’ (১৯৮৯) ছবির প্রযোজক টি সুব্রামির মেয়ে। সেই ছবির সময়ে থেকেই শ্রীদেবী আর পিঙ্কির বন্ধুত্ব হয়। সেই ছবির সাফল্যেই শ্রীদেবী বলিউডের চাঁদনি বনে যান।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে