মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ১২:৪১:১৬

শ্রীদেবীর পর চলে গেলেন আরও এক বলিউড নায়িকা

শ্রীদেবীর পর চলে গেলেন আরও এক বলিউড নায়িকা

বিনোদন ডেস্ক: শ্রীদেবীর পর চলে গেলেন আরও এক বলিউড নায়িকা। প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাম্মি আন্টি ওরফে নার্গিস রাবাডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শাম্মি আন্টির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন থেকে প্রিয়া দত্ত প্রত্যেকেই।

প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাম্মি আন্টি ওরফে নার্গিস রাবাডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শাম্মি আন্টির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন থেকে প্রিয়া দত্ত প্রত্যেকেই।

‘জাবান সামহাল কে’, ‘শ্রীমান শ্রীমতী’, ‘কাভি ইয়ে কাভি ও’, ‘দেখ ভাই দেখ’-এর মত একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গিয়েছে শাম্মি আন্টিকে। কমপক্ষে ১০০ সিনেমায় তিনি অভিনয় করেছেন বলেও জানা যাচ্ছে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে