আইরিশ চলচ্চিত্রে বাংলাদেশি অভিনেত্রী
বিনেদান ডেস্ক : আইরিশ সিনেমায় নাম লিখিয়েছেন ‘মিজ আয়ারল্যান্ড’ খ্যাত বাংলাদেশি অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। ‘কু কুলাইন’ নামে বায়োগ্রাফিক্যাল চলচ্চিত্রটি নির্মাণ করছেন কায়রন ডেভিস নামের একজন সিনেমা নির্মাতা। এতে খলনায়িকার চরিত্র দেখা যাবে প্রিয়তিকে।
আর ‘কু কুলাইন’ চরিত্রে অভিনয় করবেন পরিচালক নিজেই। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে।
আয়ারল্যান্ড থেকে প্রিয়তি জানালেন, শুটিংয়ের রিহার্সেলের সময় মেরুদণ্ডে ব্যথা পেয়েছি। আপাতত রেস্টে আছি। মাসখানেকের মধ্যেই শুটিংয়ে ফিরবো।
সিনেমার শুটিং বছর ধরে বিভিন্ন সময়ে চলবে। আমার একটা পার্ট আগামী জানুয়ারির মধ্যেই শেষ হবে। বাকি শুটিংয়ের সময় আবহাওয়ার উপর নির্ভর করে নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, গতবছর ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাব পাওয়ার পরই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি দ্বীপরাষ্ট্র জ্যামাইকাতে অনুষ্ঠিত মিজ আর্থ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন।
পেশায় বৈমানিক এই শিল্পী গত ১৪ বছর ধরে আয়ারল্যান্ডে বাস করছেন। এর আগে কায়রন ডেভিসরই ‘ওয়ান্ডারল্যান্ড’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন।
২২, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ