বিনোদন ডেস্ক : বয়স একুশে পড়ছে জাহ্নবী কাপুরের। ২১ বছরের জন্মদিনও পালন করলেন। কিন্তু এবার মাকে কাছে পেলেন না বনি কাপুরের মেয়ে। তাই একুশের জন্মদিনে এবার বাবা এবং বোনের সঙ্গে কাটাতে হলো তাকে। যদিও মাকে প্রতি মুহূর্তে স্মরণ করছেন জাহ্নবী।
শ্রী কন্যার জন্মদিন উপলক্ষে তাকে যেন কেউ মায়ের কথা মনে না করান, সে বিষয়ে আগেই সতর্ক করেন বনি কাপুর। সে কারণেই বোন সোনাম কাপুর থেকে শুরু করে বাবা বনি কাপুর, প্রত্যেকেই জাহ্নবীকে আগলে রেখেছেন। তাদের পাশাপাশি তাকে মা হারানো বেদনা ভুলতে সঙ্গ দিচ্ছেন বিশেষ বন্ধু অক্সত রঞ্জন।
জাহ্নবীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অক্সত। শুভেচ্ছার প্রেক্ষিতে রঞ্জনকে ‘আই লাভ ইউ’ বলেছেন জাহ্নবী। সোশ্যাল সাইটে জাহ্নবী এবং রঞ্জনের ওই কথোপকথন প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, পরিচালক গৌরি শিন্দের ‘ডিয়ার জিন্দেগি’-র স্পেশাল স্ক্রিনিংয়ের সময় বনি কাপুর, শ্রীদেবী এবং জাহ্নবীর সঙ্গে একই গাড়িতে দেখা যায় রঞ্জনকে। এরপর থেকেই জাহ্নবী এবং রঞ্জনের সম্পর্ক নিয়ে কথা ওঠে। রঞ্জনও বর্তমানে ম্যাসাচুসেটস-এর বস্টনের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।
এমটিনিউজ/এসএস