মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ০৯:৫০:৫১

টানা ১০ ঘণ্টা সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন বরুণ ধাওয়ান!

টানা ১০ ঘণ্টা সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন বরুণ ধাওয়ান!

বিনোদন ডেস্ক : সূর্যের প্রখর তাপে চাঁদি ফাটানো গরম। ভারতের মধ্যপ্রদেশের চন্দেরির অলিগলি ঘুরছে একটা সাইকেল। চালক ঘেমেনেয়ে একশা। পিছনের সিটে শাড়ি, মাথায় ঘোমটা, কপালে সিঁদুরের টিপ পরে এক সুন্দরী মহিলা।

রোদের তাপে চোখ মেলতে পারছেন না গৃহবধূটি। কিন্তু তাদের দেখতে গলির মোড়ে মোড়ে ভিড় জমিয়েছেন শতশত সাধারণ মানুষ। চোখে একরাশ কৌতুহল! তাঁদের আর দোষ কোথায়? তারা অবাক হবেন নাই বা কেন?

সাইকেল চালাচ্ছেন বলিউডের ব্লু-আইড বয় বরুণ ধাওয়ান, আরোহি ইন্ডাস্ট্রির হার্টথ্রব অনুষ্কা শর্মা! চলছে 'যশ রাজ ফিল্মস' ব্যানারে মণীশ শর্মা প্রযোজিত ছবি 'সুই ধাগা- মেড ইন ইন্ডিয়া'-র শুটিং।

একদিনে টানা ১০ ঘণ্টা সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন বরুন। প্রোডকশন টিম-এর এক সদস্য জানান, "ছবির প্রেক্ষাপট চন্দেরির প্রত্যন্ত গ্রাম। এখানকার সিংহভাগ মানুষই সাইকেল চালান। তাই বিশ্বাসযোগ্যতা আনতে বরুণ-অনুষ্কার লুক, কসটিউম থেকে শুর করে ছবিতে ব্যবহৃত সমস্ত প্রপ্স, বরুণের বাহনেও রয়েছে গ্রামীণ ছোঁয়া।"

জনপ্রিয় ক্যামপেইন 'মেড ইন ইন্ডিয়া' থেকে অনুপ্রাণিত হয়ে ছবির প্লট সাজিয়েছেন পরিচালক শরৎ কাটারিয়া। এখানে বরুণকে দেখা যাবে এক দর্যির চরিত্রে। নাম 'মৌজি'। অনুষ্কা এমব্রয়ডারির কাজ করেন। শুটিং শেষে নাজেহাল অবস্থা বরুণের!

তারমধ্যেই উচ্ছসিত গলায় বললেন, "সাইকেল চালানোর অভিজ্ঞতা মন্দ নয়! এই প্রথম আমি আর অনুষ্কা জুটি বাঁধলাম। আশা করছি, দর্শকের পছন্দ হবে।" সেপ্টেম্বরে মুক্তি পাবে 'সুই ধাগা- মেড ইন ইন্ডিয়া'।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে