বুধবার, ০৭ মার্চ, ২০১৮, ০১:২৭:৫৯

রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে মুখ খুললেন শুভশ্রীর সাবেক প্রেমিক দেব!

রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে মুখ খুললেন শুভশ্রীর সাবেক প্রেমিক দেব!

বিনোদন ডেস্ক : পরিচালক রাজ চক্রবর্তী-শুভশ্রীর এনগেজমেন্ট নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে সর্বত্র৷ ঘনিষ্ঠেরাই কেবল উপস্থিত এই অনুষ্ঠানে৷ কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে স্বভাবতই উঠে আসছে বেশ কয়েকটা নাম, যার মধ্যে রয়েছে পায়েল, মিমি, দেব প্রমুখ৷

নিঃসন্দেহে টলি ইন্ডাস্ট্রিতে তারকারা একে অপরের খুব ভালো বন্ধু হন৷ কিন্তু তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়৷ যার উত্তর খুঁজে বেড়ান নিন্দুকেরা৷ কিন্তু সমালোচকদের মুখে ছাই দিয়ে শুভশ্রীর সাবেক প্রেমিক দেব তার দুই ভালো বন্ধু রাজ-শুভশ্রীকে তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানালেন৷

দেব এক টুইট বার্তায় বলেন, অভিনন্দন চকলেট বাবু (রাজ)। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। সুখি হও দুই জনেই।

অতীতে শুভশ্রী ও দেবের মধ্য সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল টালিগঞ্জে। অন্যদিকে রাজ-মিম এক সাথে লিবিং রিলেসনে ছিল বলেও গুঞ্জন ছিল।

উল্লেখ্য, সোমবার রাতে এনগেজমেন্ট হয়ে গেল রাজ-শুভশ্রীর। বিয়ে আগামী ১১ মে। ঘনিষ্ঠ বন্ধু এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে এ দিন এনগেজমেন্ট সারেন রাজ-শুভশ্রী। এই সম্পর্কের পরিণতি কী হবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল দুই তারকার বন্ধুদের মধ্যে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে