বুধবার, ০৭ মার্চ, ২০১৮, ০১:৫১:২৯

চড়াই-উতরাই আংটি বদল রাজ-শুভশ্রীর, উপস্থিত ছিলেন যারা

চড়াই-উতরাই আংটি বদল রাজ-শুভশ্রীর, উপস্থিত ছিলেন যারা

বিনোদন ডেস্ক : বাগদানটা সেরেই ফেললেন টলিউডের বহুচর্চিত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। গুঞ্জন নয়। এক্কেবারে হাতে গরম খবর। আর সে খবর যে পাকা, তা জানিয়ে দিয়েছেন খোদ পরিচালক রাজই। নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি ইতিমধ্যেই পোস্ট করেছেন তিনি।

যেখানে শুভশ্রীর সঙ্গে আংটি বদলের সেই মাহেন্দ্রক্ষণই ধরা পড়েছে। অর্থাৎ সিঙ্গল স্টেটাস ঘুচিয়ে দুজনই এখন এনগেজড। এক্কেবারে বিরাট কোহলি-আনুশকা শর্মারর কায়দাতেই গোপনে বাগদান সেরে ফেললেন টলিপাড়ার নামী কাপল। দক্ষিণ কলকাতায় রাজের আরবানার ফ্ল্যাটেই হলো আংটি বদল।

রুদ্রনীল, পদ্মনাভ-সহ অত্যন্ত ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব হাজির হয়েছিলেন সেখানে৷ ঘিয়ে রঙের লেহঙ্গায় সেজেছিলেন শুভশ্রী৷ আর রাজের পরনে ছিল ছাই রঙের ব্লেজার। মঙ্গলবারই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে ফোনে নিজের আরবানার বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন রাজ৷

তবে ঠিক কীসের জন্য বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন, তা তাদেরও বলেননি পরিচালক৷ যদিও অনেকেরই আন্দাজ, এ হয়তো রাজের বিয়েরই নিমন্ত্রণ৷ সম্পর্কে নানা চড়াই-উতরাই এসেছে তাদের। কখনও একে অপরের প্রতি অভিমান করে সরে গিয়েছিলেন, তো কখনও তৃতীয় ব্যক্তি হিসেবে রাজের জীবনে আগমন ঘটেছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। গত বছর সেপ্টেম্বরে শুভশ্রীর সঙ্গে রাজের সম্পর্ক তৈরি হয়৷

দু’জনেই অল্প দিনের মধ্যেই গভীর প্রেমে ডুবে যান৷ এমনকী দু’জনের বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল৷ বিয়ের পর রুবি হাসপাতালের পিছনে আরবানায় রাজের নতুন ফ্ল্যাটে রাজ-শুভশ্রীর থাকাও চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ কিন্তু গত বছর শেষের দিকে পুরনো প্রেমিক রাজের সঙ্গে মিমির ঘনিষ্ঠতার খবর আসতে শুরু করে৷ কিন্তু এদিন বাগদান পর্বের মধ্যে দিয়েই সব ধোঁয়াশা কেটে গেল৷

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে