রুদ্রনীল ঘোষ : আজ আমার খুব আনন্দের দিন। আমার দীর্ঘ দিনের বন্ধু রাজের আজ এনগেজমেন্ট। পাত্রী শুভশ্রী। এই মুহূর্তে আমরা আরবানায় রয়েছি। আংটি বদল হয়ে গিয়েছে। সেলফি তোলার পালাও শেষ। এবার পার্টি অল নাইট।
আজ এত গসিপের পর একটা কথাই মনে হচ্ছে, পুরনো প্রেমটাই আসল প্রেম। রাজ-শুভশ্রী দু’জনেরই এত দিন অনেক টেনশন ছিল। কখনও তা নিয়ে রিয়্যাক্ট করেছে। কখনও বা চুপ থেকেছে। এ বার আমি শিওর ওঁরা দুজনেই নিজেদের কাজে আরও বেশি কনসেনট্রেট করতে পারবে। আরও বেশি ফোকাসড্ হবে ওঁদের কাজ।
এখন আরবানায় দুই পরিবারের অভিভাবকরা আর ইন্ডাস্ট্রির খুব ঘনিষ্ঠ কয়েক জন রয়েছেন। এত দিন পর ওদের টেনশন ফ্রি, হাসি মুখটা দেখতে দারুণ লাগছে। কনগ্র্যাচুলেশনস, ভাই। খুব ভাল থাকিস দু’জনে।
রুদ্রনীল : রাজের ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় অভিনেতা
এমটিনিউজ/এসবি